বিনোদন ডেস্ক : ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনী নিয়ে নির্মিত হবে সিনেমা ‘অপারেশন জ্যাকপট’। এতে ভারতের প্রতাপশালী অফিসার ছিলেন ওঙ্কার সিং কাটকার। সেই চরিত্রে দেখা যাবে অভিনেতা ওমর সানীকে।
বুধবার (৩ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ওমর সানী। এছাড়া ‘ওঙ্কার সিং কাটকার’ লুকে একটি ছবিও প্রকাশ করেছেন তিনি।
‘অপারেশন জ্যাকপট’ সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক রাজীব বিশ্বাস। এটি প্রযোজনা করবে অন্তর শোবিজ।
এদিকে এফডিসির ২ নম্বর ফ্লোরে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং চলছে। এ কারণে একসঙ্গে পাওয়া গেল চার নায়ককে যাদের প্রত্যেকেই লুঙ্গি পরে আছেন। তারা হলেন মানুন ইমন, জয় চৌধুরী, শিপন মিত্র ও শিমুল খান। তবে এই রূপে এ তারকাদের আগে কখনো দেখা যায়নি। সঙ্গে ছিলেন এক খল নায়কও।
অপারেশন জ্যাকপটের প্রেক্ষাপট
১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সফল গেরিলা যুদ্ধের কাহিনী নিয়ে নির্মিত হবে বিশাল বাজেটের ‘অপারেশন জ্যাকপট’ সিনেমা। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হবে দেশের স্বাধীনতা সংগ্রামের এ ইতিহাস।
সিনেমাটিতে তুলে ধরা হবে স্বাধীনতা যুদ্ধের নৌ-সেক্টরে পরিচালিত সফলতম গেরিলা অপারেশন। মুক্তিযুদ্ধের সময় ‘অপারেশন জ্যাকপট’ নামের অভিযানে চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অপারেশন চালানো হয়েছিল।
সেই অভিযানে পাকিস্তান ও অন্য আরও কয়েকটি দেশ থেকে অস্ত্র, খাদ্য ও তেল নিয়ে আসা ২৬টি জাহাজ ডুবিয়ে দিয়েছিলেন মুক্তিযোদ্ধারা। যার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং যোদ্ধাদের অপারেশন সারা বিশ্বের গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ্ববাসী জানতে পারে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ চলছে। ইতিহাসের সাহসী সে অভিযানের সোনালি সময়কে সঠিকভাবে তুলে ধরা হবে সিনেমাটিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।