নতুন লুকে নজর কেড়েছেন রাজ রীপা

রাজ রীপা

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নবাগত অভিনেত্রী রাজ রীপা। অভিনয়ে নাম লেখানোর আগে জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য ছিলেন তিনি। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন। কিন্তু ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার লড়াই করছেন।

রাজ রীপা

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর ‘মুক্তি’ ও ‘ময়না’ নামে দুটি সিনেমা। এর আগে ২০২০ সালে ‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি।

রাজ রীপা চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রে সমান তালে কাজ করছেন। বিজ্ঞাপনগুলোতে বরাবরই তাকে দেখা গেছে বিভিন্ন চ্যালেঞ্জিং চরিত্রে। তবে এবারই প্রথম তাকে গ্ল্যামার লুকে দেখা গেছে। আর অভিনেত্রীর নতুন লুক নজর কেড়েছে সবার।

এ বিষয়ে রাজ রীপা বলেন, ‘নতুন এই বিজ্ঞাপনটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। নিজের সেরাটা দিয়ে কাজ করেছি। সামনে গ্ল্যামারের কাজগুলোই করব।’

গাড়িতে হঠাৎ আগুন লাগে কেন? অনেকেই জানেন না

প্রসঙ্গত, এর আগে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন রাজ রীপা। যেখানে নারী ক্রিকেটার ও স্ট্যান্ডম্যান হিসেবে দেখা গেছে তাকে।