কিলার লুকে মধুমিতা, ডিপ নেক টপে উষ্ণতা ছড়ালেন

মধুমিতা

বিনোদন ডেস্ক : আকর্ষণীয় ফিগার থেকে মারকাটারি সৌন্দর্য দিয়ে বারবার ভক্তদের মন জয় করেন ছোটপর্দার পাখি ওরফে মধুমিতা সরকার। তার এই হট লুক, বোল্ড ফ্যাশন সেন্সের জন্য দারুণ জনপ্রিয়তা সাধারণ মানুষের মধ্যে। সঙ্গে তার ফাটাফাটি অভিনয় তো আছেই। অন্যান্যবারের মতোই এবারেও এই অভিনেত্রী একেবারে বোল্ড লুকে ধরা দিলেন। কালো ডিপ নেক টপে অভিনেত্রীকে মোহময়ী লাগছে। তার এই আবেদন ভরা চোখের চাউনি থেকে চোখ ফেরানো দায়।

মধুমিতা

অনেকেই কালো রঙটি বিশেষ ভাবে পছন্দ করেন কারণ এই রঙে সকলকে দারুণ মানায়। সঙ্গে একটি বোল্ড লুক দেয়। আর সেই কথা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মধুমিতা। এই কালো টপ করে একদম অনন্য রূপে ধরা দিলেন তিনি।

এদিনের ফটোশ্যুটের জন্য অভিনেত্রী একটি কালো রঙের টপ পরেছিলেন যেখানে ছিল ডিপ সুইটহার্ট নেকলাইন। যদিও এখানে অর্থাৎ বাস্ট এরিয়া থেকে গলা পর্যন্ত নেট লাগানো ছিল। এই টপটিতে ছিল কাট আউট স্লিভ। তিনি এর সঙ্গে পরেছিলেন ফ্লেয়ার্ড জিন্স। এটি একটি হাই ওয়েস্ট জিন্স ছিল। আজকাল এই প্যান্টগুলো ভীষণ ট্রেন্ডিং। গোটা বিষয়টাতে তাকে দারুণ মানিয়েছিল।

তিনি একটি ঘরের মধ্যে বসে বা কখনও দাঁড়িয়ে ফটোশ্যুট করেন। তাকে একটি স্টিলেটো পরে থাকতেও দেখা যায়। একটি চেয়ারে বসে তিনি বিভিন্ন পোজে ছবি তোলেন। কখনও আবার ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।

রিলিজ হল ঘাম ঝরানোর নতুন ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

মধুমিতা সরকার বর্তমান ট্রেন্ড সম্পর্কে দারুণ ভাবে ওয়াকিবহাল থাকেন। সেই অনুযায়ী নানা বেশে ছবি তুলে লাস্যময়ী রূপে ধরা দেন। এই যেমন এবার বডি ফিট টপ আর ফ্লেয়ার্ড জিন্সে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন। আপনি চাইলে এমন সাজে সাজতেই পারেন কোনও ক্যাজুয়াল পার্টির জন্য। সঙ্গে তার মতো করে চুল খোলা রাখতে পারেন। সঙ্গে রাখুন ন্যুড মেকআপ।