বিনোদন ডেস্ক : তারকারা বরাবরই নিজের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন। ভিন্ন রূপে হাজির হয়ে ভক্ত-অনুরাগীদের চমকে দিতে তাদের জুড়ি নেই। ব্যতিক্রম নন পিয়া জান্নাতুলও। সম্প্রতি তিনি নতুন লুকে চমকে দিয়েছেন ভক্তদের।
গতকাল শুক্রবার ফেসবুকে নিজের নতুন লুকের ছবি পোস্ট পিয়া। ছবির সঙ্গে পিয়া লিখেছেন, ‘কারণ এখন ২০২২ চলছে।’ অনেকেই তার নতুন লুকের প্রশংসা করেছেন।
নতুন অবয়বের রহস্য কী- জানতে চাইলে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে পিয়া বলেন, ‘সত্যি কথা বলতে এখানে রহস্যের কিছু নেই। বরাবরই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি আমি। বলতে পারেন, নতুন এই নতুন স্টাইলও আমার জন্য চ্যালেঞ্জ। লুকে বৈচিত্র্য আনতে চুল ছোট করে ফেলেছি।’
পিয়া আরও বলেন, ‘অনেকদিন থেকে চুল ছোট করতে চাচ্ছিলাম। কিন্তু এত ছোট করতে অনেক সাহস লাগে। দুই বছর ধরে সাহস সঞ্চয় করে হঠাৎ করেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করলাম!’
উল্লেখ্য, মডেলিং দিয়ে ইতিমধ্যে যারা নিজেদের একটি ব্র্যান্ডে পরিচিত করেছেন তাদের অন্যতম পিয়া জান্নাতুল। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও সমান তালে কাজ করে চলেছেন তিনি। ঢাকা থেকে দিল্লি-মুম্বাই, ব্যাংকক থেকে মিশর, প্যারিস থেকে হাঙ্গেরি এমনকি নিউ ইর্য়কের মঞ্চেও ফ্যাশনের উষ্ণতা ছড়াচ্ছেন এই লাস্যময়ী। এছাড়া অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন পিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।