জুলাই আন্দোলনে রাজধানীর শাহবাগে ঝুট ব্যবসায়ী মো. মনিরকে গুলি করে হত্যার মামলায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান এ আদেশ দেন।
এদিকে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে আদালত অঙ্গনে অভিযোগ করেছেন সোলায়মান সেলিম।
মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন সোলায়মান সেলিমকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি করেন। তাকে গ্রেপ্তার না দেখানোর বিরোধীতা করে শুনানি করেন মোরশেদ হোসেন শাহীন। এরপর আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়।
আদালত থেকে হাজতখানায় নেওয়ার পথে সোলায়মান সেলিম বলেন, ‘একের পর এক মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত মামলার তদন্তই শেষ হয়নি। নয় মাসের বেশি সময় হয়ে গেছে, তদন্তই শেষ হচ্ছে না। তদন্ত করেই যাচ্ছে।’
তিনি বলেন, ‘একটা জিনিস ভালো লাগছে। হাজার হাজার নেতাকর্মী জেল, জুলুম, হত্যা এসব অবিচার, অন্যায়ের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করতেছে, রাজপথে নেমে পড়েছে। এরা হলো আসল বঙ্গবন্ধুর সৈনিক।’
মামলার বিবরণী থেকে জানা গেছে, জুলাই আন্দোলনের শেষ দিন অর্থাৎ ৫ অগাস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় গত ১৪ মার্চ মনিরের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।