বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা বোমান ইরানির ক্যারিয়ারে এবার নতুন মোড় নিচ্ছে। এবার তাকে দেখা যাবে পরিচালক হিসেবে। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
বোমান যে পরিচালনায় আসতে পারেন, তা নিয়ে আগেই বলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিলো। তবে, এবার স্থানীয় সময় গতকাল মঙ্গলবার বোমান নিজেই তার এই চমকের কথা জানালেন।
ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হচ্ছে ‘দ্য মেহতা বয়েজ’ নামের একটি সিনেমা পরিচালনা করেছেন বোমান। প্রযোজনার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন পর্দার ‘ভাইরাস’।
জানা যায়, বোমানের সঙ্গেই এই ছবির চিত্রনাট্য লিখেছেন অ্যালেক্স ডিনেলারিস। চলচ্চিত্র জগতে অ্যালেক্স প্রচারের আলোয় চলে আসেন আলেহান্দ্রো গনজালেস পরিচালিত অক্সারজয়ী ছবি ‘বার্ডম্যান’-এর চিত্রনাট্য লিখে। ‘দ্য মেহতা বয়েজ’ ছবিতে বোমান ছাড়াও রয়েছেন অবিনাশ তিওয়ারি ও শ্রেয়া চৌধুরী।
প্রথম পরিচালনা প্রসঙ্গে বোমান বলেন, ‘‘অনেক বছর আগে এই ছবির গল্পটা এক জন প্রযোজককে শুনিয়েছিলাম। কিন্তু চিত্রনাট্য লেখা ও পরিচালনা করা যে কঠিন কাজ, এখন বুঝতে পারছি। এখন বুঝতে পারছি, একটা ছবি তৈরি করা কত কঠিন।’’
শোনা যাচ্ছে, সিনেমাটিতে একটি চরিত্রে অভিনয়ও করেছেন বোমান।
উল্লেখ্য, ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস্’ ও ‘খোসলা কা ঘোসলা’র মতো ছবিতে বোমানের অভিনয় এখনও মনে রেখেছেন দর্শক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।