বিনোদন ডেস্ক : শিশুশিল্পী হয়ে শোবিজে পা রাখেন পূজা চেরি। এরপর হয়েছেন চিত্রনায়িকা। আর তার ‘চিত্রনায়িকা’ তকমা যুক্ত করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তবে মাঝখানে তৈরি হয় দূরত্ব। দেখা যায়নি প্রযোজনা প্রতিষ্ঠানটির নতুন কোনো চলচ্চিত্রে।
নতুন খবর হলো, এবার সেই দূরত্ব ভেঙে শেকড়ে ফিরছেন পূজা। জাজের ‘নারী’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেটি পরিচালনা করবেন নবীন পরিচালক এম এইচ খোকন।
গণমাধ্যমকে এসব খবর নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
তিনি বলেন, সব ঠিক থাকলে আসছে অক্টোবর থেকে ‘নারী’ সিনেমার শুটিং শুরু হবে। আর মুক্তি পাবে আগামী রোজার ঈদে।
তবে সিনেমা সম্পর্কে এর চেয়ে বেশি জানাতে চাননি আজিজ। তিনি বলেন, মহরতের মাধ্যমে খুব শিগগিরই বিস্তারিত জানানো হবে।
সবচেয়ে বেশি রোমান্সের দৃশ্য এই ওয়েব সিরিজে, ভুলেও কারও সামনে দেখবেন না
প্রসঙ্গত, ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘নূরজাহান’সহ জাজ মাল্টিমিডিয়ার বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন পূজা চেরি। এরপর কোনো এক অজানা অভিমানে তিন বছর প্রতিষ্ঠানটির কোনো ছবিতে দেখা যায়নি তাকে। এবার সেই অভিমান ভেঙে ‘নারী’ সিনেমার মাধ্যমে আবারও জাজের ঘরে ফিরলেন এই চিত্রনায়িকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।