আসন্ন মুদ্রানীতিতে নীতি সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে, ১০ শতাংশই থাকছে নীতি সুদের হার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ‘ব্যাংক রেজেল্যুশন অর্ডিন্যান্স-২০২৫’-এর আওতায় সমস্যাগ্রস্ত ৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৬টিকে অবসায়নের (বন্ধ করে দেয়া) প্রক্রিয়া শুরু করার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের বোর্ড। আর বাকি ৩টি প্রতিষ্ঠানকে সংকট কাটিয়ে উঠতে তিন মাস সময় দেওয়া হয়েছে।
বোর্ডের এই অনুমোদনের ফলে এখন থেকে এসব প্রতিষ্ঠান বন্ধ করা, লিকুইডেটর নিয়োগ, সম্পদ বিক্রি এবং প্রাপ্ত অর্থ পাওনাদারদের মধ্যে বণ্টনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে পারবে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, সমস্যাগ্রস্ত এই ৯টি প্রতিষ্ঠানে মোট ১৫ হাজার ৩৭০ কোটি টাকার আমানত আটকে রয়েছে। এর মধ্যে সাধারণ গ্রাহকের আমানত ৩ হাজার ৫২৫ কোটি টাকা এবং ব্যাংক ও করপোরেট আমানত ১১ হাজার ৮৪৫ কোটি টাকা।
এর আগে, শুনানিতে নিজেদের পরিকল্পনা জানায় ব্যাংক বহির্ভূত ৯ আর্থিক প্রতিষ্ঠান। তার প্রেক্ষিতে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি, জিএসপি ফিন্যান্স, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে তিন মাস সময় দেওয়া হয়। তবে, এফএএস ফিন্যন্স, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফিন্যান্স, আভিভা ফিন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিংকে অবসায়নের অনুমোদন দেয় বোর্ড।
এদিকে, সম্প্রতি সুদের হার শিথিলে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি উঠলেও আসন্ন মুদ্রানীতিতে নীতি সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর জানান, মূল্যস্ফীতি ৭ এর ঘরে না আসলে সুদের হার কমানোর কোনো পরিকল্পনা নেই বাংলাদেশ ব্যাংকের।
আইসিসিবির একটি অনুষ্ঠানে তিনি জানান, চাপিয়ে দেওয়া নয়-ছয়ের সুদের হারেও ফিরে যাবে না অর্থনীতি। মূল্যস্ফীতি, সুদের হার বৈদেশিক মুদ্রার দর নিয়ম অনুযায়ী বাজার নির্ভরই থাকবে।
এ ছাড়া, ২০২৬ এর জুলাই পর্যন্ত বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮ শতাংশ। এর আগে, গত বছরের অক্টোবরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৬.২৩ শতাংশ; নভেম্বরে ৬.৫৮ শতাংশে দাঁড়ায় এই ঋণ প্রবৃদ্ধি। আর ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিলো ৬.২ শতাংশ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সবশেষ ২০২৪ সালের জুলাইয়ে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল দুই অঙ্কের ঘরে— ১০.১৩ শতাংশ। একই বছরের আগস্ট থেকে প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে কমতে থাকে। এবং সর্বশেষ নভেম্বরে ৬.২ শতাংশ পৌঁছায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


