ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন এখন আর আগের মতো সহজ নয়। প্রোফাইল বা পেজ থেকে সহজেই মনিটাইজেশন চালু করা যেত, অনেকেই একাধিক পেজে আয় করতেন। কিন্তু নতুন নীতিমালা অনুযায়ী এই ব্যবস্থা অনেক বেশি কঠোর হয়ে গেছে। বর্তমানে ১০০ জন যোগ্য ক্রিয়েটরের মধ্যে মাত্র ৫ জন মনিটাইজেশনের অনুমতি পাচ্ছেন। ফলে মনিটাইজেশন ‘সোনার হরিণ’ হয়ে দাঁড়িয়েছে।

নতুন নিয়মে শুধু রিলস ভিডিও আপলোড করলেই মনিটাইজেশন পাওয়া সম্ভব নয়। রিলস অবশ্যই ১০ সেকেন্ডের বেশি হতে হবে এবং ভাইরাল হতে হবে। এছাড়াও ৩ মিনিট বা তার বেশি দৈর্ঘ্যের লং ভিডিও ভাইরাল না হলে অনুমোদন মিলবে না। আগের মতো ২–৩ লাখ ভিউয়ের ভিডিওই যথেষ্ট ছিল, এখন মিলিয়ন ভিউ না হলে ফেসবুক তা বিবেচনা করছে না।
বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র রিলস ভিডিওর ওপর নির্ভর করলে মনিটাইজেশন পাওয়া কঠিন। কারণ ফেসবুক এখন মূলত লং ভিডিওতেই বিজ্ঞাপন দেখাচ্ছে এবং সেখান থেকেই আয় হয়। তাই ক্রিয়েটরদের রিলসের পাশাপাশি নিয়মিত লং ভিডিও তৈরি ও আপলোড করতে হবে। ছবি, পোস্ট এসবও নিয়মিত দিতে হবে, হঠাৎ ভাইরাল হওয়া রিলস দিয়ে আর মনিটাইজেশন সম্ভব নয়।
যাদের পেজে ইতোমধ্যে মনিটাইজেশন চালু রয়েছে, তারা জানিয়েছেন ইনকাম আগের চেয়ে বেড়েছে। গড়ে এক লাখ ভিউয়ের ভিডিও থেকে ৫–৬ ডলার পর্যন্ত আয় পাওয়া যাচ্ছে, আবার কিছু ভিডিওতে ১৭ লাখ ভিউ পেয়ে ১০০ ডলারেরও বেশি ইনকাম করছেন ক্রিয়েটররা।
ফেসবুক এখন শুধু ভাইরাল নয়, ধারাবাহিকতা এবং মানসম্পন্ন অরিজিনাল কনটেন্টকেই অগ্রাধিকার দিচ্ছে। তাই ব্লগ, ফানি ভিডিও, টিউটোরিয়াল, টিপস—যে কোনো ধরনের লং ভিডিও তৈরি করে ক্রিয়েটরদের নিয়মিত কাজ করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।
সংক্ষেপে, নতুন নিয়মে মনিটাইজেশন পাওয়া কঠিন হলেও যারা ধারাবাহিক ও মানসম্পন্ন ভিডিও তৈরি করবেন, তাদের জন্য এটি ভালো সুযোগ। অন্যদিকে নতুন ক্রিয়েটরদের জন্য সতর্কবার্তা রিলসের পাশাপাশি লং ভিডিও ভাইরাল করতে না পারলে মনিটাইজেশন পাওয়া প্রায় অসম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



