বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী। অল্প সময়ের ক্যারিয়ারে অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েহেন অভিনেত্রী। উৎসব কিংবা বিশেষ দিন ঘিরে ছোটপর্দায় কাজের ব্যস্ততা বেড়ে যায় তার। ওয়েব দুনিয়ায় মাত্র একবার দেখা গিয়েছে তাকে তাও দুইবছর আগে। এবারে নতুন খবর দিলেন অভিনেত্রী।
জানালেন নতুন কাজে যুক্ত হচ্ছেন তিনি আর সেটা ওটিটি প্লাটফর্মে। ওটিটিতে কাজ করেছেন তটিনী। তবে সেটি ছিল একটি অ্যানথোলজি সিনেমার একটি পর্বে। চরকির অ্যানথোলজি সিনেমা ‘এই মুহূর্তে’র ‘কল্পনা’ পর্বে দেখা গিয়েছিল তাকে। তটিনী জানালেন, এবার ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের একটি ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। নাম ঠিক না হওয়া সিরিজটি পরিচালনা করবেন সানী সানোয়ার।
প্রায় দুই বছর পর ওয়েবে কাজ করা প্রসঙ্গে তটিনী বলেন, আমার কাছে মনে হয়, যেকোনো কাজের শুরুটা ভালো কিছু দিয়ে হওয়া উচিত। আমি ‘কল্পনা’ দিয়ে ওটিটিতে শুরু করেছিলাম। এর মধ্যে অনেক কাজেরই প্রস্তাব পেয়েছি, করিনি। ওয়েব সিরিজ বা ফিল্মে কাজের প্রতি আস্থা তৈরি না হলে করা ঠিক না। যে কারণে এত দিন ওয়েবে কাজ করিনি। ওয়েবে কাজগুলো সাধারণত সময় নিয়ে, প্রস্তুতি নিয়ে নির্মিত হয়। ভালো কাজের সুযোগ থাকে এখানে। নতুন সিরিজটির গল্প, চরিত্র ও নির্মাণের পরিকল্পনা শুনে ভালো কাজের বিশ্বাসের জায়গাটি পেয়েছি। তাই রাজি হয়েছি।
নতুন সিরিজের চরিত্র নিয়ে খুব বেশি খোলাসা করেননি তটিনী। অভিনেত্রী বলেন, নতুন সিরিজটিতে আমি যে চরিত্রটি করব, ওই চরিত্রটি ঘিরেই সিরিজটি এগিয়েছে। পড়ার পর মনে হয়েছে গল্প ও চরিত্র দুটোই ভালো। ভাবলাম কাজটি করা উচিত।
আগামী ৫ আগস্ট থেকে সিরিজটির শুটিং হওয়ার কথা। তবে দেশের বর্তমান পরিস্থিতির কারণে সেটা পেছাতে পারে। তটিনী বলেন, ৫ থেকে ১৫ আগস্ট পর্যন্ত আমার অংশের শুটিং হওয়ার কথা। এখন পর্যন্ত শুটিং শিডিউল ঠিকঠাক আছে। তবে শুনতে পাচ্ছি দেশের পরিস্থিতির কারণে ওই তারিখে শুটিং নাও শুরু হতে পারে। কিছুদিন পেছাতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।