বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন ফোন মানেই সবসময় ভালো পারফরমান্স। সফটওয়ার সমস্যা না থাকলে কাজ করবে ভালো। সফটওয়ার বাদেও হার্ডওয়ারের ভুল ব্যবহারেও স্মার্টফোন ক্ষতিগ্রস্ত হতে পারে। আমরা সচরাচর এই বিষয়গুলো খেয়াল করি না। কিন্তু এসব ভুলেও স্মার্টফোন ক্ষতিগ্রস্ত হয়। যেমন-
ভেজা জায়গায় ফোন রাখা
ফোন নতুন বা পুরনো, ভেজা জায়গায় রাখা যাবে না। আজকালকার অধিকাংশ ফোনে আইপি৬৮ ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্টান্ট থাকে। কিন্তু তাইবলে ভেজা জায়গায় বেশিক্ষণ রাখার মতো না। ভ্যাপসা গরম, স্যাঁতস্যাঁতে পরিবেশ, এমনকি টেবিলে পানি পড়লে তার ওপর ফোন রাখবেন না। অনেক সময় হার্ডওয়ারের ভেতরে তা বড় সমস্যা করতে পারে।
সারারাত ফোনে চার্জ দেবেন না
অনেকেই রাতে ঘুমনোর সময় ফোন চার্জে রেখে ঘুমোন। এমনটাও ঠিক না। কারণ ব্যাটারি ফুল চার্জ হয়ে যাওয়ার পরও প্রেশার ফেলতে থাকে চার্জার। এভাবে আপনার ফোনের ব্যাটারির সক্ষমতা দ্রুত কমে। অনেক সময় ফোন গরম হয়ে যেতে পারে। নতুন ফোনের ক্ষেত্রে আজকাল এজন্যও ব্যাটারির সমস্যা হয়।
ফোনের চার্জ ১০% এর নিচে আনা যাবে না
ফোনের চার্জ কখনো ১০ শতাংশের নিচে আনা যাবে না। কারণ ব্যাটারির চার্জ অনেক কম হলেও ফোনের আউটপুট কম হয়। এই সময় সফটওয়ার ব্যাটারি অপটিমাইজেশন চালু করে। আর অপটিমাইজেশন চালু হলে ফোনও সব কাজ করতে পারে না। ব্যাটারিতে চাপ মানেই ফোনের ক্ষতি।
গেম খেলার সময় চার্জ নয়
অনেকে গেমিং ফোন কেনেন। খেলার সময় চার্জ দিয়ে রাখেন। এমনটা করবেন না। প্রসেসর তো গরম হচ্ছেই। সঙ্গে চার্জও নিচ্ছে। ব্যাটারি আর প্রসেসর দুটোতেই মাত্রাতিরিক্ত চার্জ থেকে বড় ঝামেলাও হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।