এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পপি। দীর্ঘদিন রয়েছেন শোবিজের কাজের বাইরে। হঠাৎ করেই কেন যেন হারিয়ে গেছেন পপি। সম্প্রতি ব্যক্তিগত জীবনকে কেন্দ্র অনেক তথ্য ছড়িয়ে পড়ে। জানা যায় সম্পত্তি নিয়ে পারিবারিক ঝামেলা। তার অসমাপ্ত কাজ নিয়ে ক্ষমা চেয়েছেন নির্মাতাদের কাছে। এবার জানা গেল পপি আবারও ফিরছেন সেই চেনা জগতে।
তবে নায়িকা হিসেবে নয়, এবার প্রযোজক হিসেবে শোবিজ অঙ্গনে নতুন যাত্রা শুরু করতে চলেছেন তিনি।
সম্প্রতি এক গণমাধ্যমে পপি তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এমনটাই জানিয়েছেন। পপির মতে, অভিনয়ে ফেরার কোনো ইচ্ছা তার নেই, যদিও কিছু অসমাপ্ত পুরোনো ছবির কাজ তিনি শেষ করবেন। এরপর তিনি পুরোপুরি মনোযোগ দেবেন প্রযোজনায়।
এর আগে পপি কিছু ছবি প্রযোজনা করেছিলেন, যার মধ্যে মনোয়ার খোকন পরিচালিত একটি ছবিতে ২০ লাখ টাকা লোকসান হয়েছিল বলে তিনি জানান। এই লোকসানের কারণ হিসেবে তিনি টিমের অসহযোগিতাকে দায়ী করেন।
তবে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পপি এখন বেশ আত্মবিশ্বাসী। তার দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রযোজনায় আসলে তিনি সফল হবেন বলে মনে করেন।
পপি বলেন, ‘আমি সিনেমা প্রযোজনা করব, এমনটাই সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা প্রযোজনা অবশ্য আমি আগেও করেছিলাম, এটা আর নতুন না। আমার কাছে মনে হয়, ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত থাকতে পারলে বেশি ভালো লাগবে।’
পপি ২০২০ সালে সর্বশেষ তিনি ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামের একটি সিনেমার শুটিং করেন। এরপর একেবারে আড়ালে চলে যান। পাঁচ বছর আড়াল জীবনযাপনের পর এ বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসেন তিনি। আড়াল ভাঙার পর জানা যায়, পপি বিয়ে করে পুরোদস্তুর সংসারী। তিনি এক পুত্রসন্তানের মা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।