বিনোদন ডেস্ক : প্রযোজক ও চলচ্চিত্র পরিচালক একতা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর এবার সুপ্রিম কোর্ট তাকে তীব্র ভর্ৎসনা করল। সুপ্রিম কোর্টের মতে, একতা কাপুরের ওয়েব সিরিজ নতুন প্রজন্মকে নষ্ট করছে চরমভাবে।
একতাকে নিয়ে এই বিতর্কের শুরু হয় মূলত ‘ট্রিপল এক্স’ (সিজন-২)-এর একটি ওয়েব সিরিজ কেন্দ্র করে। বেগুসরাইয়ের বাসিন্দা শম্ভু কুমার নামে এক প্রাক্তন সেনাকর্মী তার বিরুদ্ধে অভিযোগ করার পরই তাকে আদালতে হাজিরা দেয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক।
এরপর যথা সময় হাজিরা না দেয়ায় একতা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বিহারের বেগুসরাইয়ের আদালত। বেগুসরাইয়ের বাসিন্দা শম্ভু কুমারের দাবি, ওয়েব সিরিজ ‘ট্রিপল এক্স’ (সিজন-২)-এ সেনাকর্মীদের অপমান করা হয়েছে।
শুধু তাই নয়, সেনাবাহিনীদের পরিবারের অনুভূতিকেও এই ওয়েব সিরিজে আঘাত করা হয়েছে। ওই ওয়েব সিরিজে এক সেনার স্ত্রীর সঙ্গে অন্য ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে একাধিক ‘আপত্তিকর’ দৃশ্য দেখানো হয়েছে, যা একজন সেনাকর্মী হিসেবে তাকে মর্মাহত করেছে।
দুই বছর আগের সেই মামলা প্রসঙ্গে শুক্রবার ( ১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট এ সিদ্ধান্তে উপনীত হয় যে, একতা নতুন প্রজন্মের মগজ নষ্ট করছে। ওটিটিতে এমন ধরনের ছবি ও সিরিজ তৈরি করছেন যা কি-না আপত্তিকর। একতাকে প্রশ্ন করা হয়, এই ধরনের কনটেন্ট এনে কী প্রমাণ করতে চাইছেন তিনি? নতুন প্রজন্মের হাতে কী ধরনের জিনিস তুলে দিচ্ছেন?
এমনকী, একতার আইনজীবী রোহাতগিকে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে, বার বার তার মক্কেলের হয়ে আদলাতে না আসতে। বরং মক্কেলকে বিচক্ষণ হওয়ার পরামর্শ দেয়া উচিত তার।
‘আর্টিস্টিক লিবার্টি’র নামে কি সীমা অতিক্রম করেছেন ‘সাস-বহু’ সিরিজের স্রষ্টা? এমন প্রশ্নই যেন ছুঁড়ে দেয়া হয়েছে একতার ওপর।
জুতা পরতে গিয়ে মৃত্যুর মুখোমুখি, ফণা তুলে বেরিয়ে এল বিষধর সাপ
উল্লেখ্য, একতা ভারতীয় অভিনেতা জিতেন্দ্র এবং শোভা কাপুরের কন্যা। তার ছোট ভাই তুষার কাপুরও একজন বলিউড অভিনেতা। তিনি হিন্দি সিরিয়ালের জনপ্রিয় বালাজী টেলিফিল্মসের সহপরিচালন অধিকর্তা হিসেবেও মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপরিচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।