নতুন রূপে আসছেন নোরা ফাতেহি

নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক : বলিউডে ক্যারিয়ার শুরু করলেও নোরা তার রূপ ও গুণ দিয়ে জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। আর সে প্রমাণ নোরা ভক্তরা সর্বশেষ পেয়েছে বিশ্বকাপ ফুটবলের মঞ্চে। সে ধারাবাহিকতায় আবারও একবার নতুন রূপে ধরা দিতে চলেছেন এ বলি সুন্দরী।

নোরা ফাতেহি

অভিনেত্রী, নৃত্যশিল্পী, মডেলের পাশাপাশি এবার নিজেকে গায়িকা হিসেবেও মেলে ধরেছেন তিনি। আজ বিকেলেই ইউটিউবে প্রকাশ পাবে নোরার গাওয়া প্রথম গান।

আন্তর্জাতিক এ গানের শিরোনাম ‘সেক্সি ইন মাই ড্রেস’। পিঙ্কভিলার বরাতে জানা যায়, সলো গানটি গাওয়ার পাশাপাশি প্রযোজনাও করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় এ গানের টিজার এরই মধ্যে দেখে ফেলেছেন নেটিজেনরা।

লজ্জার সমস্ত সীমা অতিক্রম করলেন নেহাল, ভুলেও কারও সামনে দেখবেন না

গানের মিউজিক ভিডিওর জন্য ক্যামেরার সামনে পোশাক নিয়ে নোরার সাহসী পদক্ষেপ দেখে হতবাক নোরা ভক্ত আর নেটিজেনরা। গানের পুরো ভিডিও দেখতে এখন শুধু অপেক্ষার প্রহর গুনছেন তারা। আজ শুক্রবার (২৩ জুন) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে নোরা ফাতেহির নতুন এ রূপ দেখতে পাবেন দর্শকরা।