নতুন রূপে ধরা দিলেন শরীফুল রাজ

শরীফুল রাজ

বিনোদন ডেস্ক : নতুন বছরে শুভ বার্তা নিয়ে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক শরীফুল রাজ। চলতি বছর এ অভিনেতার বেশ কিছু সিনেমা মুক্তি পাবে। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করে সুখবর দিলেন রাজ। অভিনেতার পোস্টে দেখা যায়, নতুন সিনেমার পোস্টার।

শরীফুল রাজ

নির্মাতা মোস্তফা কামাল রাজের ‘ওমর’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। আর সেই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করেছেন অভিনেতা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘সাপলুডু খেলায় প্রতিপক্ষ কে সেটা জরুরি না, জরুরি সাপের মুখে না পড়াটা। নতুন বছর নতুন ধামাকা।’

প্রকাশিত ছবিতে শরীফুল রাজকে অফহোয়াইট হুডিতে এক চোখ ঢাকা অবস্থায় দেখা গেছে। তার চোখে-মুখে স্পষ্টত এক ধরনের নির্লিপ্তভাব। এদিকে রাজের এই নতুন লুক খুব ভালোভাবে গ্রহণ করেছেন নেটিজেনরা। নেটদুনিয়ায় রাজের এই লুকের বেশ প্রশংসাও করেছেন তারা।

গত জুলাই মাসে ‘ওমর’ সিনেমার শুটিং শুরু হয়। এরইমধ্যে শুটিং শেষ হয়েছে। এ সিনেমায় শরীফুল রাজ ছাড়াও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খানসহ অনেকে।

ঘামে ভেজা শরীরে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো পটল কুমার

অন্যদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে শরীফুল রাজ অভিনীত ‘কাজলরেখা’ সিনেমা মুক্তির ঘোষণা দিয়েছিলেন গিয়াস উদ্দিন সেলিম। জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনের পর সিনেমাটি মুক্তির চূড়ান্ত তারিখ জানানো হবে। মিথিলা, মন্দিরা চক্রবর্তী, শরীফুল রাজ অভিনীত সিনেমাটির লুক ও গান দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে।