বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মিনি সিরিজের অধীনে বাজারে নতুন স্মার্টফোন পকেট নিয়ে এসেছে কিউবট। আরামদায়ক ব্যবহার ও সহজে বহনের জন্য মাত্র ৪ ইঞ্চির স্মার্টফোনটি বাজারে এনেছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানটি। খবর গিজমোচায়না।
নতুন স্মার্টফোনটিতে ব্যবহারকারীদের প্রচলিত ডিভাইসগুলোর মতোই প্রয়োজনীয় সব ফিচার ও সুবিধা দেয়া হয়েছে। তবে যারা ওজনে হালকা ডিভাইস ও একটু সাধারণ ডিজাইনের স্মার্টফোন ব্যবহার করতে চান, তাদের জন্য কিউবট পকেট। ব্যবহারকারীর হাতের তালুতেই স্মার্টফোনটি সহজে ফিট হয়ে যাবে।
রেট্রো স্টাইলের কিউবট পকেট স্মার্টফোনে ৪ ইঞ্চির কোয়াড হাই ডেফিনেশন (কিউএইচডি) প্লাস ডিসপ্লে দেয়া হয়েছে। দেখার অভিজ্ঞতা ও মানের দিকে কোনো প্রশ্ন না রেখে পকেট ডিভাইসটির ডিসপ্লের আকার ও স্মার্টফোনটির ওজন যেভাবে কমানো হয়েছে, তা ব্যবহারকারীদের সহজে ব্যাগে বা পার্সে বহনের সুবিধা দেবে।
স্মার্টফোনটিতে ভিন্ন ডিজাইন প্রদানে আইকনিক ভি আকারের রিয়ার মেটাল স্ট্রিপ ও সমান্তরাল লাইন এবং পেছনে কালো, লাল ও সবুজ রঙের মেটাল বর্ডার দেয়া হয়েছে।
মিনি স্মার্টফোনটিতে ইউনিসক টাইগার টি৩১০ কোয়াড কোর প্রসেসর দেয়া হয়েছে। পাশাপাশি এতে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ দেয়া হয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহারের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড ১১ রয়েছে।
স্মার্টফোনটির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো, এতে সিমকার্ড ও স্টোরেজের জন্য দুটি আলাদা ট্রে দেয়া হয়েছে। যেখানে ব্যবহারকারী চাইলে মোট তিনটি ন্যানো সিমকার্ড ও এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। অথবা দুটি সিম ও দুটি স্টোরেজ কার্ড ব্যবহার করতে পারবেন। ডিভাইসটির পেছনে ১৬ মেগাপিক্সেলের ও সম্মুখে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
কিউবট পকেটে জিএসএম, ডব্লিউসিডিএমএ, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, জিপিএস, এজিপিএস, ব্লুটুথ, এনএফসি, ওটিজি ও ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। এতে ফেস আইডি, প্রক্সিমিটি, এক্সিলারোমিটার, ম্যাগনোটোমিটার, জায়রোস্কোপ ও লাইট সেন্সর রয়েছে। ডিভাইসে শক্তি জোগাতে ৩ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। বাংলাদেশী টাকায় ডিভাইসটির আনুমানিক মূল্য সাড়ে ১৭ হাজার থেকে ২০ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।