জুমবাংলা ডেস্ক : আগের দিন সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণার সময় সংঘাতের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে তুলে ধরা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত একাংশের নেতৃত্বে সদ্য আত্মপ্রকাশ করা ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের’ ২০৫ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আর নতুন সংগঠনে আরও গুরুত্বপূর্ণ পদ না পাওয়ায় সরে দাঁড়িয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশীদ, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক ছিলেন। এর আগে বুধবার আত্মপ্রকাশকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে সংবাদ সম্মেলনে মারামারি ও সংঘাতের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে দাবি করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
বৃহ্স্পতিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার নতুন সংগঠন থেকে রিফাত রশীদের পদত্যাগের তথ্য দিয়েছেন। তার ভাষ্য, “কেন্দ্রীয় কমিটিতে রিফাতের নাম ঘোষণা করা হয়েছিল। গতকাল (বুধবার) রাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি অব্যাহতি নিয়েছেন।”
অপরদিকে ফেইসবুকে এক পোস্টে বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়ে রিফাত রশীদ পদত্যাগের বিষয়ে বলেন, “নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই কমিটিতে আমার নাম ঘোষণা করার আগে আমার থেকে কনফার্মেশন নেয়া হয়নি। দফায় দফায় আলোচনা হয়েছিল কিন্তু আলোচনা ফলপ্রসূ হয়নি। ফলত অনুমতি ব্যতীত আমার নাম কমিটিতে রাখায় আমি এই পদ থেকে সরে এসেছি।”
নতুন কমিটিতে রিফাত রশীদকে আরও গুরুত্বপূর্ণ পদে রাখার দাবি ছিল সংগঠনের একাংশের। বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বাকের মজুমদার বলেন আগের দিন সংবাদ সম্মেলনে কমিটি গঠন করা নিয়ে মারামারি ও সংঘাতের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেন।
তার দাবি, “সেখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি তৃতীয় পক্ষ ভুল বোঝাবুঝি ও হট্টগোলের সৃষ্টি করে।” এ ঘটনার সুষ্ঠু তদন্তে সংগঠনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা বলেন তিনি।
বাকের বলেন, ”কারও বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হলে নেওয়া হবে।” কমিটির সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ আল মুদ্দাসিসর, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের তৌহিদ মোহাম্মদ সিয়াম ও বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম আবেদিন।
তারা আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবেন।
এদিকে কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণার বিষয়ে আহ্বায়ক বাকের বলেন,
“কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ও সকল বিশ্ববিদ্যালয় পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া। ছয় মাস সময় নিয়ে সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে ইউনিটে ভাগ করে কমিটি আহ্বান ও প্রনয়ণ করা হবে।”
সংবাদ সম্মেলনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বপ্রাপ্তদের নাম আবার ঘোষণা করেন।
এতে ঢাবি শাখায় আব্দুল কাদেরকে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব মহির আলম, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠন হাসিব আল ইসলাম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদিকে নির্বাচিত হয়েছে।
আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
এর আগে তিনি নাহিদ-আখতারের নেতৃত্বাধীন গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন।
নতুন ছাত্র সংগঠনের সদস্য সচিব জাহিদ আহসান বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের প্রধান হিসেবে দায়িত্বও পালন করছেন।
এছাড়া সংগঠনের মুখ্য সংগঠক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও মুখপাত্র হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আশরেফা খাতুন।
কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আল মাসনুন। সিনিয়র সংগঠক নাইম আবেদিন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের এর আগে গণতান্ত্রিক ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। সদস্য সচিব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী মহির আলম।
এছাড়া মুখ্য সংগঠক হয়েছেন হাসিব আল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। মুখপাত্র হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফিয়া রেহনুমা হৃদি।
ক্যাম্পাসে ছাত্ররাজনীতি প্রসঙ্গে আবু বাকের বলেন, “আমরা বলেছি ক্যাম্পাসে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ চাই, ছাত্ররাজনীতি নয়। ছাত্ররাজনীতি মানে গেস্টরুমের নির্যাতন বা বাধ্যতামূলক প্রোগ্রাম করানো নয়। এখানে নতুন করে কারও ছাত্রলীগ হয়ে ওঠার সুযোগ নেই।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।