বলিউডে নতুন সুন্দরী নায়িকার সঙ্গে যশের নতুন ইনিংস

যশ

বিনোদন ডেস্ক : “না আনা ইস দেশ কো লাডো” নামক হিন্দি ধারাবাহিকে পূর্বেও অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। তবে এইবার ছোটপর্দা থেকে সোজা বড়পর্দায় প্রথমবার নিজের আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। টালিগঞ্জ থেকে সোজা মুম্বাইয়ে তার স্বপ্নের উড়ানের সাক্ষী থাকবে সারা টলিউড। টি সিরিজের আপকামিং নতুন হিন্দি ছবিতে নিজের আত্মপ্রকাশের মাধ্যমে বলিউডে ডেবিউ করতে চলেছেন টলিপাড়ার গ্যাংস্টার তথা যশ!

নুসরাতের সাথে সংসারিক জীবন থেকে শুরু করে চিনেবাদাম বিতর্ক-বিগত কয়েক বছর ধরে নায়কের জীবনকে ঘিরে একের পর এক বিতর্ক বয়ে চলেছে। তবে সেইসব সমালোচনাকারীদের আমল না দিয়ে নিজ কাজে ব্যস্ত ছিলেন তিনি আর এইবার সকলকে চমকে দিয়ে নতুন হিন্দি ছবিতে অভিনয়ের মাধ্যমে জোর চর্চায় উঠে এলেন নুসরাতের স্বামী যশ।

যশের ঘনিষ্ট সূত্র মারফত জানা যাচ্ছে,t-series ব্যানারে রাধিকা রাও এবং বিনয় সাপ্রু পরিচালিত আসন্ন হিন্দি মুভিতে দিব্যা খোসলা কুমার এর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে যশকে। ছবিতে দিব্যার ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন পার্ল ভি পুরি। সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিজান জাফরি। আসন্ন এই রোম্যান্টিক ড্রামায় একে অপরের সাথে চুটিয়ে রোম্যান্স করবেন দিব্যা-যশ।

অঙ্কুশের সঙ্গে ভয়ে ছিলেন নুসরাত ফারিয়া

সূত্র মারফত জানা যাচ্ছে,ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ছবির প্রথম পর্বের শুটিং। উত্তর-পশ্চিম ভারতে শুটিং শেষে দ্বিতীয় পর্বের শুটিং এর জন্যই বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন নায়ক। তবে এই প্রথমবার নয় পূর্বেও হিন্দি বিনোদন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি। তবে ছোটপর্দাকে পিছনে ফেলে বিগব্যানার বলিউড ফিল্মে প্রথমবারের জন্য আত্মপ্রকাশ করতে চলেছেন অভিনেতা যশ!