বিনোদন ডেস্ক : তাকে নিয়ে কয়েকদিন ধরে তুমুল চর্চা। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে নাম জড়িয়েছে তার। কিং খানের সঙ্গে তিনি প্রেমের সম্পর্কে রয়েছেন, এমন গুঞ্জন উঠেছে। রসালো এই আলোচনার মাঝেই নতুন ভূমিকায় দেখা গেল সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরিকে। যমুনা ফিউচার পার্কের হাইপার মার্কেট হোলসেল ক্লাবের প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।
পূজা চেরির ওই প্রচারণার একটি ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন যমুনা ফিউচার পার্কের পরিচালক ড. আলমগীর আলম। আগামী ১৫ অক্টোবর হোলসেল ক্লাবের তৃতীয় বার্ষিকী। সেই উপলক্ষে ভিডিওতে পোস্ট করেছেন ড. আলমগীর। পূজা নিজেও ভিডিওটি পোস্ট করেছেন।
ভিডিওতে পূজা চেরিকে বলতে শোনা যায়, ‘আমি এখন আছি যমুনা ফিউচার পার্কের লেভেল মাইনাস টু-এর হোলসেল ক্লাবে। আমাদের বিভিন্ন কিছু লাগে, বিভিন্ন প্রোডাক্ট ইউজ করতে হয়, সেগুলো আমরা সব জায়গায় পাই না। আমার কাছে মনে হচ্ছে, এই জায়গাটায় আমরা একবারে সবকিছু পেয়ে যাবো। একের ভেতরে সব বলে একটা কথা আছে না। এইটা হোলসেল ক্লাবেই পাওয়া যায়।
হোলসেল ক্লাবের তৃতীয় বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পূজা চেরি বলেন, ‘শুধু তৃতীয় না, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য আমাদের সঙ্গে হোলসেল ক্লাব অনেকদিন থাকবে, এটাই আশা করছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যখন যেটা প্রয়োজন হয়, কেনার জন্য হোলসেল ক্লাবে চলে আসবেন। এখানকার ৮০ ভাগ পণ্যই ইমপোরটেড। সো, দেরি না করে এখানে চলে আসুন।’
অন্যদিকে পূজার ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে ড. আলমগীর আলম লেখেন, ‘১৫ অক্টোবর ২০২২ ইংরেজি তারিখে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হবে যমুনা ফিউচার পার্কের মাইনাস টু ফ্লোরের ২,০০,০০০ বর্গফুটে গড়ে তোলা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হাইপার মার্কেট হোলসেল ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন সেলিব্রেটি তারকারা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদেশি ক্রেতারা, যারা হোলসেল ক্লাবে নিয়মিত কেনাকাটা করেন, তারা সশরীর হোলসেল ক্লাবে এসে ভিডিও শুটিং করে শুভেচ্ছা বার্তা দিয়ে যাচ্ছেন। তাদের একজন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় চিত্রনায়িকাদের অন্যতম অভিনেত্রী পূজা চেরি। আজ তার ভিডিও বাইটের ‘র’ ফাইল রিলিজ করলাম।’
তিনি আরও লিখেছেন, ‘সাধ ও সাধ্যের মধ্যে প্রাত্যহিক জীবনের বারোয়ারী কেনাকাটায় হোলসেল ক্লাব হোক এতদ-অঞ্চলের মানুষের নিত্যসঙ্গী, এই প্রত্যয়ে অগুণতি গ্রাহকের ভালোবাসায় ভর করে নতুন বছরে পা দিচ্ছি আমরা। সামনের পথচলায় সারথি হিসেবে সাথে থাকার জন্য অনুরোধ রেখে গেলাম।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।