নতুন বছরের শুরুতেই দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পেয়েছে দুটি সিনেমা—বেগম রোকেয়ার গল্প অবলম্বনে নির্মিত অ্যানিমেটেড ছবি “সুলতানা’স ড্রিম” এবং আহমেদ হাসান সানির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।

প্রায় আড়াই বছর আগে নির্মাণ শেষ হওয়া “সুলতানা’স ড্রিম” আজ থেকে স্টার সিনেপ্লেক্সের ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি শাখায় প্রদর্শিত হচ্ছে। ২২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন মোট ১৮টি শো চলবে সিনেমাটি। ছবিটি নির্মাণ করেছেন স্প্যানিশ চলচ্চিত্রকার ইসাবেল এর্গেরা।
বেগম রোকেয়ার ১৯০৫ সালের গল্প Sultana’s Dream থেকে অনুপ্রাণিত এই বহুভাষিক অ্যানিমেশনটি এরই মধ্যে বিশ্বের ১৫টির বেশি দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
অন্যদিকে আজই মুক্তি পেয়েছে সংগীতশিল্পী থেকে নির্মাতা হওয়া আহমেদ হাসান সানির প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। ছবিতে প্রবাসী বাংলাদেশির চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। তাঁর সঙ্গে রয়েছেন আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু ও কেয়া আলম।
নির্মাতার ভাষ্য অনুযায়ী, বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাস ও রাজনৈতিক কথোপকথনই ছবির মূল উপজীব্য।
ঢাকা ও চট্টগ্রামের পাঁচটি শাখায় প্রতিদিন ১৪টি শো চলবে সিনেমাটি। আজ বিকেলে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শপিং মল শাখায় ছবিটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


