ব্রাজিল তারকা নেইমার জুনিয়র শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে নিজের দ্বিতীয় মেয়াদ আরও বাড়াতে যাচ্ছেন। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, এক বছরের নতুন চুক্তিতে ইতোমধ্যে সই করেছেন এই ফরোয়ার্ড।

গত বছরের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে সান্তোসে ফেরেন নেইমার। তবে সৌদিতে বারবার চোটে পড়ায় নিজের সামর্থ্য পুরোপুরি দেখানোর সুযোগ পাননি তিনি।
দেশে ফিরে সান্তোসের ব্রাজিলিয়ান শীর্ষ লিগে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। ফিটনেস সমস্যায় ভুগলেও নিয়মিত খেলেছেন তিনি, অনেক সময় ব্যথা নিয়েই মাঠে নামেন। মৌসুমের শেষ দিকে তার অবদান ছিল দুর্দান্ত। শেষ চার ম্যাচে পাঁচ গোল করে দলকে অবনমন থেকে রক্ষা করতে বড় ভূমিকা রাখেন।
বিখ্যাত ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর মতে, এক বছরের চুক্তিতে ইতোমধ্যেই সই করেছেন নেইমার। এর আগে ইন্টার মায়ামিতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে পুনর্মিলনের গুঞ্জন শোনা গেলেও সেই আলোচনা এখন স্তিমিত। ফলে বার্সেলোনার পর আবারও ‘এমএসএন’ ত্রয়ীকে একসঙ্গে মাঠে দেখার সম্ভাবনা ক্ষীণ।
সম্প্রতি হাঁটুতে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার করান নেইমার। সান্তোস জানিয়েছে, তিনি এখন পূর্ণ ফিটনেসে ফেরার চেষ্টা করছেন এবং আগামী বছরের বিশ্বকাপের জন্য ব্রাজিল দলে জায়গা পেতে মরিয়া। ক্লাবটি জানায়, অস্ত্রোপচারটি করেছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।
নেইমারের মাঠে ফেরার নির্দিষ্ট সময় জানায়নি সান্তোস। তবে ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো এসপোর্তে জানিয়েছে, সেরে উঠতে প্রায় এক মাস সময় লাগতে পারে।
ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা নেইমার একের পর এক চোটের কারণে ২০২৩ সালের পর থেকে জাতীয় দলের হয়ে খেলতে পারেননি। গত অক্টোবরে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট করে বলেন, বিশ্বকাপে দলে ফিরতে হলে নেইমারকে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে।
আগামী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো ও হাইতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


