লাইফস্টাইল ডেস্ক : সুবাসের কথা বললে প্রথমে মনে আসে ফুলের কথা। ঘরে সব সময় সুগন্ধ পাওয়ার ভালো উপায় হলো বারান্দায় ফুলের চাষ করা। বেলি, রজনীগন্ধা, গন্ধরাজ বা হাসনাহেনা প্রকৃতির বড় পারফিউম। এগুলো বারান্দায় থাকলে ঘরের সুবাস নিয়ে ভাবতে হয না। তারপরেও প্রাকৃতিক উপাদান দিয়ে ঘরে আনতে পারেন সুরভিত আমেজ। উপায়গুলো জানিয়ে দিচ্ছি।
ভিনেগার প্রাকৃতিকভাবে বাতাসের দুর্গন্ধ দূর করে এবং ব্যাকটেরিয়া ধ্বংস করে। ঘরে সতেজ অনুভূতি আনতে এর ভালো প্রভাব রয়েছে। একটি খালি স্প্রের বোতলে একভাগ সাদা ভিনিগার ও চার ভাগ পানি মিশিয়ে ঘরে স্প্রে করে দিতে পারেন।
রান্না ঘরে খাবারের গন্ধ দূর করতে একটি বাটিতে খানিকটা ভিনেগার নিয়ে এক কোণে রেখে দিন। কেউ চাইলে লেবু অথবা কমলার খোসা এতে যোগ করতে পারেন। তবে মনে রাখতে হবে যে দিন শেষে এই খোসা সরিয়ে ফেলতে হবে। না হলে পঁচে বাজে গন্ধ বের হতে পারে।
যে কোনো ধরনের দুর্গন্ধ দূর করতে বেইকিং সোডা বেশ কার্যকর। সব ধরনের দূর্গন্ধ দূর করলেও এটি অ্যাসিডিক উপাদানযুক্ত গন্ধ যেমন- ইউরিন বা ঘামের গন্ধ দূর করতে বিশেষ উপযোগী।
এটি কাপড়, কার্পেট অথবা ঘর সাজানোর সামগ্রীর স্যাঁতস্যাঁতে গন্ধ দূর করতে বেইকিং সোডা ছিটিয়ে সারা রাত রেখে দিন। পরদিন সকালে ভালোভাবে তা পরিষ্কার করে ফেলুন। জুতা, মোজা অথবা ব্যায়ামের পোশাকের দুর্গন্ধ দূর করতেও বেইকিং সোডা ব্যবহার করতে পারেন।
রান্না ঘরের দুর্গন্ধ দূর করতে সেঁকা লেবু সবচেয়ে ভালো কাজ করে। একটি লেবু দুই টুকরা করে তা ওভেনে এক ঘণ্টা বা তারও বেশি সময় ধরে বেইক করে নিলে হবে। গন্ধ ছড়ানোর জন্য ওভেন বন্ধ করে তার দরজাটা খুলে রাখুন। এই উষ্ণ সুগন্ধ কেবল রান্না ঘরে নয় বরং সারা ঘরের বাতাসেই ছড়িয়ে যাবে।
রান্নাঘরের কিছু সামগ্রীর সাহায্যে নিজেই তৈরি করে নিতেন পারেন এয়ার ফ্রেশনার। মৌরি, জায়ফল, দারুচিনি, লবঙ্গ ইত্যাদির সঙ্গে কমলা ও লেবুর খোসা নিয়ে একটি পাত্রে পানি দিয়ে এক ঘণ্টা ফুটান। পানি বাষ্প হওয়ার সঙ্গে সঙ্গে এর সুগন্ধ রান্না ঘরে ছড়িয়ে পড়বে। তরলটি ঠাণ্ডা হয়ে আসলে তা কোনো স্প্রের বোতলে ভরে রাখুন। স্প্রেটি প্রয়োজন মতো যে কোনো সময়ে ব্যবহার করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।