বিনোদন ডেস্ক : নবাব মনসুর আলি খান পতৌদির সঙ্গে সম্পর্কের প্রথম দিনগুলো কেমন ছিল? সেই কথা এবার নিজেই জানালেন বলিউডের প্রবীণ অভিনেত্রী তথা অভিনেতা সাইফ আলি খানের মা শর্মিলা ঠাকুর। জানালেন তিনি কীভাবে প্যারিসে মনসুর আলির থেকে প্রেম প্রস্তাব পেয়েছিলেন।
বলিউড এবং ক্রিকেটের অন্যতম চর্চিত জুটি হলেন শর্মিলা ঠাকুর এবং নবাব মনসুর আলি খান পতৌদি। ১৯৬৮ সালে তারা গাঁটছড়া বাঁধেন। দীর্ঘদিন একসঙ্গে সংসার করেন। ২০১১ সালে মারা যান নবাব পতৌদি। এত বছর পর শর্মিলা তার প্রেমকাহিনির কথা মনে করলেন।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে শর্মিলা বলেন, ‘আমরা তখন প্যারিসে ছিলাম। দিনটি ছিল বাস্তিল। সেদিন গোটা শহর স্বাধীনতার আনন্দে মেতে উঠেছিল। তখনই ও হাঁটু গেঁড়ে বসে আমাযকে মিষ্টি করে জিজ্ঞেস করেছিল, আমাকে বিয়ে করবে? ওখানে এত শব্দ ছিল যে আমি ওর কথা শুনতে পাইনি প্রথমে। তখন ও আবার জোরে জিজ্ঞেস করে, আমাযকে বিয়ে করবে? তখন আমি ওকে হ্যাঁ বলেছিলাম।’
১৯৫৯ সালে সত্যজিৎ রায় পরিচালিত কলকাতার বাংলা ছবি ‘অপুর সংসার’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন শর্মিলা ঠাকুর। এরপর তিনি ‘কাশ্মীর কী কলি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি। অনুপমা, অ্যান ইভিনিং ইন প্যারিস, আরাধনা, দাগ, চুপকে চুপকে ইত্যাদির মতো সুপারহিট ছবি উপহার দেন শর্মিলা।
তবে কেবল অভিনয় নয়, ক্রিকেটের প্রতিও এই অভিনেত্রীর ছিল সমান আগ্রহ। সেই আগ্রহই তাকে ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়ার মনসুর আলি পতৌদির কাছে নিয়ে যায়। তাদের পরিচয় হয়, প্রেম হয়, তারপর ১৯৬৮ সালের ২৭ ডিসেম্বর রাজকীয় বিয়ে।
শর্মিলা বলেন, ‘আমি বরাবর ক্রিকেটের ভক্ত ছিলাম। আমার বাবা-মাও ক্রিকেট পছন্দ করতেন। আমি তখন জয়সিংয়ের ভক্ত ছিলাম। এরপর আমার আলাপ হয় নবাবের সঙ্গে। নবাব তখন কলকাতায় ফিরে এলেন। আর উনি ব্রিটিশ উচারণে ইংলিশ বলতেন। ফলে ওর বলা ইংরেজি বোঝা খুব কঠিন ছিল।’
অভিনেত্রী আরও বলেন, ‘ওর (মনসুর আলি) সেন্স অব হিউমার ভীষণ ভালো ছিল। নিজেই জোক বলতো, নিজেই হাসতো। আমি বলব না আমাদের প্রথম দেখাতেই প্রেম হয়েছিল, কিন্তু আমি বুঝেছিলাম ও আমাকে কোনোদিন কষ্ট দেবে না। আমার মনে হয়েছিল আমি ওকে ভরসা করতে পারি। সেখান থেকেই আমাদের ভালোবাসা বেড়ে ওঠে।’
শর্মিলা ঠাকুর ও মনসুর আলি খান দম্পতির দুই সন্তান। বড় সন্তান ছেলে সাইফ আলি খান। যিনি বলিউডের নামকরা অভিনেতা। ছোট সন্তান মেয়ে সোহা আলি খান। তিনিও বলিউডের তারকা অভিনেত্রী। এদিকে, স্বামী মনসুর আলি খানের মৃত্যুর পর এখনো অভিনয় জারি রেখেছেন শর্মিলা ঠাকুর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।