বিনোদন ডেস্ক : যখন ভারতীয় সিনেমার বাজারে একের পর এক দক্ষিণী ছবির জয়জয়কার। তখন আরআরআর ও কেজিএফ হিট হওয়া নিয়ে উপহাস করলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। জনপ্রিয় এই অভিনেতা তির্যক মন্তব্য করেন বলেছেন, ‘ভেবেছিলাম লকডাউনে বিশ্ব সিনেমা দেখার পর মানুষের স্বাদ বদলেছে!’
তিনি জানান, দক্ষিণী ছবিগুলি শুধু বিস্ময়ের সৃষ্টি করে আর চমক আনে। শুধু তাই নয়, এগুলো নাকি শুধু ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স বলেও মত দেন তিনি। নওয়াজের প্রশ্ন, ‘আসল সিনেমা কোথায়?’ নওয়াজ এটাও জানান, এই বিগ বাজেটের ছবিগুলোর সাফল্য দেখলেই তার মনে সিনেমা হলে মুক্তি পাওয়া নিয়ে প্রশ্ন জাগে। সঙ্গে ওটিটিকে ধন্যবাদ জানান, ভালো ছবি দেখার সুযোগ করে দেওয়ার জন্য।
বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজকে বলতে শোনা যায়, ‘করোনার লকডাউনের সময় মানুষ ওয়ার্ল্ড ফিল্ম দেখেছে। ভেবেছিলাম তাদের স্বাদ বদলেছে। কিন্তু এখন যে ধরনের সিনেমা বানানো হচ্ছে- তাতে মনে হচ্ছে স্কিল গেছে তেল আনতে। সবাইকে শুধু অতিমাত্রায় বিনোদন দাও, তাতেই ছবি হিট হবে।’
সঙ্গে নওয়াজ আরও বলেন এখন কম বাজেট, মাঝারি বাজেটের ছবি হলে মুক্তি পাওয়াই অসম্ভব হয়ে পড়েছে। একমাত্র বড় বাজেটের ছবি হলে মুক্তি পাচ্ছে। তার কথায়, ‘এই সমস্ত সিনেমা দেখেই সবাই অবাক হচ্ছে। প্লেন পানিতে চলছে, মাছ আকাশে উড়ছে। এগুলো হল ভিজ্যুয়াল এক্সপিরিয়েন্স, আমারও দেখতে ভালো লাগে। কিন্তু এখানে সিনেমা কই। ভাগ্য ভালো ওটিটির কারণে আমরা এখনও কিছু ভালো ছবি দেখতে পারছি কোডা ও কিং রিচার্ড-এর মতো।’
সূত্র : হিন্দুস্তান টাইমস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।