বিনোদন ডেস্ক : ৪৮ এ পা দিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। হিরো সুলভ চেহারা নয় বরং অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে নিজের পাকাপাকি জায়গা করে নিয়েছেন তিনি। তবে এই জার্নিটা খুব সহজ ছিল না। বেশ কাঠখড় পোড়াতে হয় তাঁকে এর জন্য।আমির খানের ‘সরফরোশ’ ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় দিয়ে শুরু। এছাড়া রাম গোপাল বর্মার ‘স্কুল’ ছবিতেও দেখা যায় তাঁকে। কিন্তু তাঁর কেরিয়াররে মোর ঘুরিয়ে দিয়ে সুজয় ঘোষের কাহিনী ছবির ইনস্পেক্টর খানের চরিত্র।
অভিনেতাকে ২০১২ থেকে প্রায় পর পর ছয় বার নিজের জন্মদিন কানে কাটিয়েছেন তাঁর কারণ জানেন!
২০১২ সালে কান ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর কেরিয়ারের অন্যতম মোড় ঘোরানো ছবি গ্যাংস অফ ওয়াসেপুর সেই ছবিটি মনোনয় পায়।
২০১৩ সালে ‘মনসুন শ্যুটআউট’, ‘দ্য লাঞ্চবক্স’, ‘বম্বে টকিজ’, এরপর ২০১৬ সালের ‘সাইকো রামন’ ছবি গুলির সবকটি কানে মনোনয়ন পায়।
২০১৮ সালে তাঁর অভিনীত মান্টো ছবিটি মনোনয়ন পায় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
এবার নওয়াজউদ্দিন সিদ্দিকিকে দেখা যাচ্ছে কানে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের হয়ে ভারতকে প্রতিনিধিত্ব করতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।