নওয়াজ উদ্দিনের নতুন অডিও রেকর্ড ফাঁস

নওয়াজ উদ্দিন

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকীকে নিয়ে বিতর্ক যেন থামার নাম নেই। তার বিরুদ্ধে একটার পর একটা অভিযোগ এসেই চলেছে। এবার তার বিরুদ্ধে উঠেছে বাড়ির পরিচারককে মারধরের অভিযোগ। আর এ অভিযোগ করেছেন তারই ভাই শামাস সিদ্দিকী। এ বিষয়ের একটি অডিও ক্লিপও ফাঁস করেছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

নওয়াজ উদ্দিন

নওয়াজের ভাই শামাস সিদ্দিকী একটি অডিও ক্লিপ ফাঁস করে দাবি করেছেন, নওয়াজ তার বাড়ির পরিচারককে প্রকাশ্যেই মারধর করেন। শামাসের এমন দাবিতে সম্মতি দিয়েছেন তার বাড়ির ম্যানেজারও। দু’জনের কথোপকথনের অডিও প্রকাশ করেছেন শামাস। ভিডিও খুব শিগগিরই আসবে বলে জানিয়েছেন তিনি।

প্রকাশ করা অডিওতে দুই ব্যক্তির কথোপকথন শোনা যাচ্ছে। অভিনেতার বাড়ির ম্যানেজারের সঙ্গে কথা বলছেন শামাস। ওই ম্যানেজার জানান, মনু নামের বাড়ির এক পরিচারককে মারধর করেছেন অভিনেতা। শুধু এই প্রথম নয়, ওই পরিচারককে এর আগেও মেরেছেন তিনি। নওয়াজের ভাই এই অডিওটি তার পক্ষ থেকে ‘দোলের উপহার’ হিসেবে বলে উল্লেখ করেন।

নওয়াজ উদ্দিন সিদ্দিকী বেশ অনেক দিন ধরেই আছেন আলোচনায় তার পারিবারিক কলহের জন্যে। তার স্ত্রী আলিয়া তার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন। আর দাম্পত্য কলহে অভিনেতার ভাই তার স্ত্রীর পক্ষেই কথা বলেছেন বারবার। এ নিয়ে শামাস জানান নওয়াজ মানুষ মোটেই সুবিধার নয়।

প্রথমবার আল্লুর সঙ্গে দেখা যাবে সাই পল্লবী

এদিকে শুরুতে নওয়াজ এ বিষয়ে ছুপ থাকলেও কিছুদিন আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ নিয়ে একটি বিবৃতি দিয়ে জানান, তার স্ত্রী কেবলই অর্থ চান, সেই কারণেই এত কিছু করছেন। তবে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন তার স্ত্রী ও ভাই শামাস। এবার এই অডিও রেকর্ডের জবাব কি দেবেন নওয়াজ সেই অপেক্ষায় তার অনুরাগীরা।