‘নয়া দামান’ গানে দুই খুদের দুর্দান্ত ড্যান্স ভাইরাল

ড্যান্স

বিনোদন ডেস্ক : বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। এক্ষেত্রে পিছিয়ে নেই বাচ্চারাও।

ড্যান্স

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। সম্প্রতি তেমনি দুই খুদে নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে।

পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে জনপ্রিয়, ট্রেন্ডিং সিলেটি গান ‘আইলা রে নয়া দামান’এর তালে দুর্দান্ত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে দুই খুদেকে। সাজিয়ে গুছিয়েই নিজেদের বাড়ির ছাদে এই ভিডিওটি বানাতে দেখা গিয়েছে তাদের।

Noya Daman | নয়া দামান (Jk Mazlish Feat. Salma ) | Dance Cover | Roud | Sompurno | Rtv Music

এই ভিডিওতে যে দুই খুদেকে দেখা গিয়েছে তাদের নাম রৌদ ও সম্পূর্ণ। এই ভিডিওটি এক বছর আগে রৌদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে যার ভিউজ এক কোটি ছাড়িয়ে গিয়েছে।

সংকটের মেঘ বচ্চন পরিবারে, নির্ঘুম রাত কাটাচ্ছেন ঐশ্বরিয়া

নিঃসন্দেহে এই ভিডিওতে মানানসহ সাজেই দেখা মিলেছে এই দুই খুদের। আপাতত, পুনরায় তাদের এই নাচের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় নেটজনতার একাংশের মাঝে। যার সূত্র ধরেই তারা পুনরায় চর্চিত ও প্রশংসিত নেটমহলে।