বিনোদন ডেস্ক : প্রথমবার জুটি বেঁধে অভিনয় করলেন বলিউড কিং শাহরুখ খান ও দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। ‘জাওয়ান’ সিনেমায় তাদের রসায়ন ইতোমধ্যে জিতে নিয়েছে দর্শক মন। তবে দর্শক হয়ত নয়নতারার অ্যাকশন আর সৌন্দর্যে কিঞ্চিৎ বেশি মুগ্ধ হয়েছে। তাই একটি জরিপে নায়ককে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিয়েছেন নায়িকা।
ইন্টারন্যাশনাল মুভি ডেটাবেজ বা আইএমডিবি প্রতি সপ্তাহে একটি তালিকা প্রস্তুত করে। ‘পপুলার ইন্ডিয়ান সেলিব্রিটি’ শীর্ষক সেই তালিকায় এই সপ্তাহে এক নম্বরে অবস্থান করছেন নয়নতারা। আর সেকেন্ড পজিশনে রয়েছেন শাহরুখ খান।
প্রতি মাসে ২০০ মিলিয়নের বেশি অনুসারী আইএমডিবিতে প্রবেশ করে। তাদের প্রতিক্রিয়া, ভোট থেকেই নির্বাচন করা হয় আলোচিত তারকাদের। সপ্তাহান্তে তা প্রকাশ করা হয় প্রতিষ্ঠানটির সোশ্যাল পেজে।
‘জাওয়ান’ সাফল্যের সুবাদে এবারের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছেন ছবিটির নির্মাতা অ্যাটলি কুমার। এছাড়াও আছেন ছবিটির অভিনেত্রী সঞ্জীতা ভট্টাচার্য (২৩), সানিয়া মালহোত্রা (২৪), লেহার খান (২৭) ও অভিনেতা যোগী বাবু (৩১)। বোঝাই যাচ্ছে, সিনেমাটি ভারত ও আন্তর্জাতিক বাজারে কতটা আলোড়ন তৈরি করেছে।
স্ত্রী নয়নতারার এমন সাফল্যে উচ্ছ্বসিত স্বামী, নির্মাতা ভিগনেশ শিবান। ইনস্টাগ্রাম স্টোরিতে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘তোমাকে নিয়ে গর্বিত নয়নতারা।’
‘জাওয়ান’ সিনেমার সুবাদে নয়নতারার জনপ্রিয়তা কতখানি বেড়েছে, তার আরেকটি দৃষ্টান্ত ক’দিন আগেই পাওয়া গেছে। গত ৩১ আগস্ট ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন তিনি। এর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তার অনুসারী এক মিলিয়ন ছাড়িয়ে যায়। যেটা ভারতীয় অভিনেত্রীদের মধ্যে দ্রুততম মিলিয়নের রেকর্ড। এই ক’দিনে তার ফলোয়ারের সংখ্যা পাঁচ মিলিয়ন অতিক্রম করেছে।
প্রসঙ্গত, ‘জাওয়ান’ ছবিটি গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছয় দিনে ছবিটির বৈশ্বিক বক্স অফিস কালেকশন ৬০০ কোটি ছাড়িয়ে গেছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।