সাউথ থেকে বলিউড, মুক্তির অপেক্ষায় লেডি সুপারস্টার নয়নতারার যে ৫ সিনেমা

নয়নতারা

বিনোদন ডেস্ক: দেড় দশকের বেশি সময় ধরে ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের মোহ বিস্তার করে রেখেছেন অভিনেত্রী নয়নতারা। ছোট পর্দার একজন সামান্য উপস্থাপিকা থেকে নামের আগে ‘লেডি সুপারস্টার’ খেতাব অর্জন করার সফর সত্যিই অনুপ্রেরণা জোগায়। বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে প্রথম সারির অভিনেত্রী হিসেবে বিবেচিত হন তিনি। খুব শীঘ্রই দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের হাত ধরে কিং খানের বিপরীতে বলিউডে পা রাখতে চলেছেন এই দক্ষিণী নায়িকা। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এই ছবির জন্য। তবে শুধু বলিউড নয়, টলিউড থেকে মলিউড এই চার ইন্ডাস্ট্রির মানুষ জন অপেক্ষা করে আছে শেঠি সুপারস্টারের আসন্ন ছবির জন্য।

১) গোল্ড:- মলিউড পরিচালক আলফোনস পুথরেন তার তৃতীয় ছবি ‘গোল্ড’এর জন্য বেছে নিয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন এবং নয়নতারাকে। সম্প্রতিই সিনেমাটির টিজার এবং পোষ্টার প্রকাশ্যে এনেছেন ছবির নির্মাতারা। ‘গোল্ড’ যে সম্পূর্ণরূপে একটি বাণিজ্যিক বিনোদনমূলক ছবি তা এর টিজার থেকেই স্পষ্ট। এছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে চেম্বান বিনোদ জোস, দীপ্তি সতী, রোশান ম্যাথিউ, সাইজু কুরুপ সহ আরো বেশ কিছু জনপ্রিয় তারকাকে।

২) জওয়ান:- এই মুহূর্তে যে কয়টি ভারতীয় চলচ্চিত্রের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সিনেমাপ্রেমীরা তার মধ্যে জওয়ান অন্যতম। সদ্যই ঘটে যাওয়া ইন্ডাস্ট্রি-ইন্ডাস্ট্রি বিতর্কের মাঝে দক্ষিণী পরিচালক অ্যাটলি আর বলিউডের কিং খানের মেলবন্ধনে নির্মিত ‘জওয়ান’ কতটা সম্প্রতির বার্তা আনতে পারে তাও দেখার বিষয়। প্রসঙ্গত এই ছবিতে বলিউড বাদশাহ’র বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির টিজার। বিগ বাজেটের এই ছবিটি রীতিমত ঝড় তুলবে বক্স অফিসে, এমনটাই মতামত চলচ্চিত্র বিশেষজ্ঞদের।
নয়নতারা
৩) ‘ও২’:- তালিকার তৃতীয় নাম জিএস ভিকনেশ পরিচালিত ‘ও২’। সম্প্রতিই সামনে এসেছে এই ছবির ট্রেলার। ট্রেলার থেকে এটুকু স্পষ্ট যে সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভরপুর একটি থ্রিলার নিয়ে রূপোলী পর্দায় হাজির হতে চলেছেন নয়নতারা। উল্লেখ্য, এই ছবিতে নয়নতারা ছাড়াও দেখা মিলবে জনপ্রিয় মালয়ালি অভিনেত্রী লেনা’র।

৪) পাট্টু:- চলচ্চিত্র নির্মাতা আলফোনস পুথরেনের চতুর্থ ছবিতেও কাজ করছেন দক্ষিণী লেডি সুপারস্টার। ছবির নাম ‘পাট্টূ’, বহুল চর্চিত এই ছবিতে মূখ্য ভূমিকায় দেখা যাবে নয়নতারা এবং ফাহাদ ফাসিল’কে। ইতিমধ্যেই পর্দা উঠেছে ছবির পোস্টারের উপর থেকে। পোস্টার দেখে যা বোঝা যাচ্ছে, মূলত সঙ্গীত’কে কেন্দ্র করে তৈরি করা হয়েছে ছবিটি।

৫) গডফাদার:- মিডিয়া সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মালায়লাম ছবি ‘লুসিফার’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে ‘গডফাদার’। ‘গডফাদার’ ছবিতে প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে নয়নতারাকে। মোহন রাজা পরিচালিত এই ছবিতে দেখা মিলবে বলিউড ভাইজান সালমান খানেরও। এছাড়াও ছবিতে রয়েছেন তেলুগু সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী, সত্যদেব কাঞ্চরানা এবং মাধবনের মতো বিশিষ্ট তারাকারাও।

অন্ধকারে বুক চেপে ধরেছিল লোকটা, যৌ’ন হেনস্থার কথা প্রকাশ্যে বলেছেন যে জনপ্রিয় তারকারা