বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ‘ঘর সে নিকাল তে হি, কুছ দূর চলতে হি…’ এই গানটি নায়িকার কথা নিশ্চয়ই মনে আছে। এই নায়িকার নাম ময়ূরী কাঙ্গো (Mayoori Kango)। ছবিটি ছিল ‘পাপ্পা কেহেতে হে’ আর প্রধান চরিত্রে ছিলেন ময়ূরী এবং যুগল হংসরাজ। এই ছবিটি থেকে ময়ূরী চলচ্চিত্র জগতে পরিচিত পান এবং আর রাতারাতি তারকা হয়ে ওঠেন।
ময়ূরীর প্রথম ছবির অভিনয় মহেশ ভাটের এতটাই পছন্দ হয়েছিল, যে তিনি বলেছিলেন, ‘এই নীল চোখের মেয়েটি আমার পরবর্তী চলচ্চিত্রের প্রধান নায়িকা হবেন।’ এবং সেই ছবিটি রিলিজ হতেই সুপারহিট হয়ে যায়। এরপর দর্শকেরা মনে করেছিল যে ইন্ডাস্ট্রির অন্যান্য নায়িকাদের তিনি কঠোর টক্কর দেবেন।
৯০ এর দশকে এই নীল চোখের নায়িকা ময়ূরীকে নিয়ে সেইসময় ঝড় বয়েছিল পুরুষদের মনে। তবে শুধু এই ছবিই নয়। এর পর হোগি প্যায়ার কি জিত, বেতাবি, মেরে আপনে, বাদল, পাপা দ্য গ্রেট, জঙ্গ, শিকারির মতো বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছিল ময়ূরীকে।
প্রথম চলচ্চিত্রটি ময়ূরীকে স্টার করে তুললেও পরবর্তীতে এমন ভূমিকা আর পাননি। এরপর ছোটখাটো চলচ্চিত্রে অভিনয় করতে থাকেন। কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ ছিল যে তার অর্ধেক ছবিই মুক্তি পায়নি। ২০০৯ সালে ‘কুরবান’ ছবিতে তাকে শেষবার দেখা গিয়েছিল। এরপর বলিউডকে বিদায় জানিয়ে দেন।
মিডিয়া সূত্রে জানা গেছে, ময়ূরী এখন একটি আন্তর্জাতিক কোম্পানিতে বড় পদে কাজ করছেন। গ্ল্যামার জগত থেকে সরে গিয়ে সুদূর নিউইয়র্কে পাড়ি দেন এবং সেখানেই এমবিএ করার পর কিছুদিন ডিজিটাল মিডিয়া এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করেন। এরপরই গুগল থেকে চাকরির অফার পান।
এখন ময়ূরীর প্রতিমাসে আয় ৩২ হাজার মার্কিন ডলার। সেখানে বিয়েও করেছেন আদিত্য ঢিল্লন নামে এক আমেরিকান নিবাসীকে। নিজে বাড়িও কিনেছেন। বলিউডকে বিদায় জানানোর পর স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন সুদূর আমেরিকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।