বিনোদন ডেস্ক : পরনে শাড়ি। ঠোঁটে লিপস্টিক। চোখে কাজল। কানে দুল। মাথা ন্যাড়া। ন্যাড়া মাথার ক্যানভাসে শোভা পাচ্ছে রাঙা মেহেদি। যা মনের ভালোবাসা দিয়ে শৈল্পিকভাবে এঁকেছেন শিল্পী। অস্কার জয়ী কেনিয়ার অভিনেত্রী লুপিটা নিয়ংকে এমন লুকে দেখা যায়।
লুপিটা তার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন। হঠাৎ ন্যাড়া মাথায় মেহেদি পরার ছবি দেখে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন, আবার ভূয়সী প্রশংসাও কুড়াচ্ছেন এই অভিনেত্রী। কিন্তু কেন তিনি এমনটা করলেন? অবশ্য, এ প্রশ্নের উত্তরও ছবির সঙ্গে দিয়েছেন লুপিটা।
ন্যাড়া মাথায় মেহেদি পরিয়েছেন পাকিস্তানের মেহেদি আর্টিস্ট সাবিন। তা উল্লেখ করে লুপিটা বলেন, ‘গত বছর পাকিস্তানে গিয়েছিলাম একটি বিয়ের অনুষ্ঠানে। সেখানে দেখা হয় হেনা আর্টিস্ট (মেহেদি আর্টিস্ট) সাবিনের সঙ্গে। কনেকে মেহেদি পরিয়ে দিয়েছিলেন তিনি। তার শৈল্পিক কাজের সৌন্দর্য দেখে আমি বিস্মিত হয়েছিলাম। মেহেদি শিল্পে তিনি নিজেকে যেভাবে প্রকাশ করেছেন, তা অনন্য। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, একদিন আমিও সাবিনের সঙ্গে কাজ করব।’
ন্যাড়া মাথায় মেহেদি পরার পেছনের গল্প জানিয়ে লুপিটা বলেন, ‘দেড় বছর পর আমি আমার বন্ধু মীরা নায়েরের (ভারতীয় ও মার্কিন চলচ্চিত্র পরিচালক) আমন্ত্রণ পাই। কিন্তু ভেবে পাচ্ছিলাম না কি পরে যাব। পরে পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার মিশা জাপানওয়ালার কাছ থেকে একটি শাড়ি এবং গহনা নিয়ে পরি। কিন্তু নিজেকে অসম্পূর্ণ লাগছিল। তখন মধ্যরাত। ন্যাড়া মাথায় মেহেদি পরলে কেমন হবে তা কল্পনা করি। মাথাকে ক্যানভাস হিসেবে ব্যবহার করে ভিন্ন কিছু করার বিষয়টি নিয়ে আমি উচ্ছ্বাস বোধ করি। সে রাতে আর ঘুমাতে পারিনি। পরে মিশা আমাকে সাবিনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়।’
মেহেদি আর্টিস্ট সাবিন কখনো ন্যাড়া মাথায় মেহেদি পরাননি। সেই অভিজ্ঞতা জানিয়ে লুপিটা বলেন, ‘সাবিন এর আগে কখনো মাথায় মেহেদি পরাননি। আমিও এমন কিছু আগে করিনি। আমি শুধু টিকলি পরার আইডিয়া দিয়েছিলাম। বাকি সবকিছু সাবিন করেছেন। এ কাজ নিয়ে দুজনেই উচ্ছ্বসিত এবং উদ্বিগ্ন ছিলাম। কারণ যদি কিছু ভুল বা হাস্যকর হয়! তবে নিখুঁত না হওয়া পর্যন্ত সাবিন কাজ বন্ধ করেনি। কাজ শেষ হওয়ার পর আমরা দুজনেই হাসছিলাম।’
মাথায় শৈল্পিক মেহেদি পরাতে ২৪ ঘণ্টা সময় লেগেছিল। তা জানিয়ে লুপিটা বলেন, ‘এ কাজটি করতে সাবিন ২৪ ঘণ্টা সময় ব্যয় করেছেন। সব কাজ শেষ হওয়ার পর এটিকে সাহসী ও মার্জিত মনে হয়েছে। চুলবিহীন মাথা প্রকাশ করার একটি উপায় খুঁজে পেয়েছি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।