বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। গেল বছর একটি অনুষ্ঠানে নাচতে গিয়ে স্টেপ ভুলে যান তিনি আর সেটি পূরণ করেন একটি ডিগবাজি দিয়ে।
এরপর থেকেই নেটদুনিয়ায় ভাইরাল জায়েদ খানের ডিগবাজি। এটি এখন তার সিগনেচার স্টাইলও বলা চলে।
এবার নায়িকার অনুরোধে যুক্তরাষ্ট্রে বরফের মাঝে ডিগবাজি দিলেন জায়েদ খান৷ বিষয়টি জানিয়েছেন জায়েদ খান নিজেই। একইসঙ্গে ঘটনার সময়কার একটি শর্ট ভিডিও শেয়ার করেছেন সামাজিকমাধ্যম ফেসবুকে।
এর ক্যাপশনে জায়েদ খান লেখেন, নায়িকার অনুরোধে প্রথমবারের মত বরফের উপর ডিগবাজী দিতে হলো। শেষমেষ নায়িকা দুইজনও ডিগবাজী দিয়ে ফেললো।
জানা গেছে, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার অনুরোধ রাখতেই বরফে ডিগবাজি দেন জায়েন খান৷ এ সময় তার পাশে ছিলেন উপস্থাপিকা নীল হুরের জাহান। সামনে সাক্ষী হিসেবে ছিলেন নায়ক ইমন, প্রার্থনা ফারদিন দীঘি, ছোট পর্দার তারকা সাফা কবির, জিয়াউল হক পলাশ ও লামিমা লাম। মূলত একটি অনুষ্ঠানে অংশ নিতেই ঢাকাই শোবিজের এই তারকারা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।
OnePlus Ace 3 Pro: 250MP ক্যামেরার সঙ্গে সেরা ফিচার নিয়ে বাজার কাঁপাচ্ছে
একাধিক অনুষ্ঠানে ও প্রচারণায় ডিগবাজি দিতে দেখা যায় জায়েদ খানকে। তবে গেল বছর দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে কোমরে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন এ অভিনেতা। এরপরও থেমে থাকেননি তিনি৷ সুস্থ হয়ে আবারও ফিরেছেন সিগনেচার স্টাইলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।