স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে একটি কাজ থেকে বিরত ছিলেন সৌরভ গাঙ্গুলী। কারও অনুরোধেই পুনরায় করেননি। এবার দেখা গেল ব্যতিক্রম চিত্র। এতদিন যা করেননি সুন্দরী নায়িকা তিয়াসা লেপচার অবদার রাখতে গিয়ে সেটিই করে বসলেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
দাদাগিরির মঞ্চে সৌরভের জন্য দিদুনের হাতে বানানো পিঠে নিয়ে এসেছিলেন তিয়াসা রায়। দিদুনের হাতে বানানো পিঠে তাই ডায়েট ভুলেই চেখে দেখলেন সৌরভ। এখানেই কিন্তু শেষ নয়, নারকেলের পুর জোটেনি প্রথমে, তাই তাও চেয়ে নিতে দেখা গেল তাকে। একই সঙ্গে করলেন গালভরা প্রশংসাও। নেটিজেনদের মন্তব্য, “যত যাই করুন না কেন, দিনের শেষ আপনি যে বাঙালি। পিঠের মোহ ফেলবেনই বা কী করে?”
গত বছরই স্বামী সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তিয়াসার। শোনা যাচ্ছিল টলিপাড়ার অভিনেতা সোহেলের সঙ্গে এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন তিনি। সম্প্রতি এক রিয়েলিটি শোয়ে এসেছিলেন তিনি। সেখানেই তিয়াসা জানান ২০২৫-এর অক্টোবরের পর বিয়ে করছেন তিনি। কিন্তু কাকে? হেসে তিয়াসা বলেছিলেন, এবার একটা ছেলে পেলেই হলো। এরপরই প্রশ্ন ওঠে তবে কি সেই সম্পর্কে বিচ্ছেদ হয়ে গিয়েছে। তিয়াসা যদিও নীরব।
এদিকে তোড়জোড় চলছে সৌরভের বায়োপিক নিয়ে। এরমধ্যে চিত্রননাট্য লেখার কাজ শেষ। এই ক্রিকেট কিংবদন্তির চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে। ছবিটি বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনার কথা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।