বিনোদন ডেস্ক : ‘প্রিন্স অব টলিউড’ হিসেবে পরিচিত অভিনেতা মহেশ বাবু। তার অসাধারণ অভিনয় এবং ব্যক্তিত্বের কারণে বহু ভক্তের হৃদয় জয় করেছেন। মহেশ বাবুর কন্যা সিতারা তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত এবং জনপ্রিয়।
Table of Contents
সিতারা অভিনয়ের শুরু
সিতারা অভিনয়ের জগতে তার অভিষেক করেছেন ২০২২ সালে মহেশ বাবুর অভিনীত ‘সরকারু বারি পাতা’ সিনেমার মাধ্যমে। মুক্তির পর সিনেমাটি ব্যাপক প্রশংসিত হয় এবং সিতারাও তার অভিনয় দক্ষতা নিয়ে আলোচনায় আসেন। বর্তমানে গুঞ্জন উঠেছে যে, সিতারা তার নায়িকা হিসেবে বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন।
মহেশ বাবুর স্ত্রী নম্রতা শিরোদকর জানালেন সত্য
সম্প্রতি এক অনুষ্ঠানে সিতারাকে তার নায়িকা হওয়ার গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হয়। সিতারা তার মায়ের দিকে তাকিয়ে বলেন, “আমার বয়স মাত্র ১২ বছর, তাই এখনই কিছু বলা সম্ভব নয়। তবে আমাদের পরিবার এ বিষয়ে উচ্ছ্বসিত, কিন্তু আমরা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি।”
পারিবারিক উত্তরাধিকার এবং সিতারার মতামত
সিতারা এক সাক্ষাৎকারে বলেন, “আমার পারিবারিক উত্তরাধিকারকে সামনে নিয়ে যেতে পারা সত্যিই আনন্দের। আমি অভিনয় এবং মডেলিং দুই ক্ষেত্রেই আগ্রহী, তবে আমি এখনও সিদ্ধান্ত নিইনি।” সিতারা আরও জানান, তিনি পিএমজে নামে একটি জুয়েলারি কোম্পানির বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন, যা দেখে তার বাবা মহেশ বাবু আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।
নতুন বিজ্ঞাপনে সিতারা
২০২৩ সালের জুলাইয়ে পিএমজে জুয়েলারি ব্র্যান্ডের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সিতারা নির্বাচন হন। এই ব্র্যান্ডের বিশেষ গহনা লঞ্চ করা হয় এবং এর নাম রাখা হয় ‘সিতারা’। বিজ্ঞাপনটি টাইমস স্কয়ারে উন্মোচন করা হয়।
সিতারা ও তার ভাই গৌতম
ব্যক্তিগত জীবনে, মহেশ বাবু এবং নম্রতা শিরোদকর দম্পতির দুই সন্তান: পুত্র গৌতম এবং কন্যা সিতারা। সিতারা ও গৌতম দুইজনেই অভিনয় এবং নাচের প্রশিক্ষণ নিচ্ছেন। সিতারা হায়দরাবাদে এবং গৌতম নিউ ইয়র্কে নাটকের বিষয়ে ডিগ্রি নিচ্ছেন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, সিয়াসাত ডটকম
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।