বিনোদন ডেস্ক : পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক ইরতিজা রুবাব ওরফে মীরার বাড়িতে চুরি হয়েছে। ১০ মিলিয়ন রুপি চুরির ঘটনায় স্থানীয় থানায় মামলা করেছেন জনপ্রিয় এ সেলিব্রেটি।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) অভিনেত্রীর লাহোরের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনার সময় বাড়িতে ছিলেন না মীরা।
বৃহস্পতিবার রাত ১২ টার পর বাড়িতে ফেরার পর ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েন মীরা। পরদিন শুক্রবার ( ২২ ডিসেম্বর) সকালে অভিনেত্রী বুঝতে পারেন তার বাড়িতে চুরি হয়েছে।
এ ব্যাপারে ঘরের গৃহকর্মীকে জিজ্ঞাস করলে মীরা জানতে পারেন ‘কাসিম’ নামে এক আরেক গৃহকর্মী বাড়িতে নেই। তাকে কল দিলে মীরা বুঝতে পারেন মোবাইল ফোন বন্ধ রেখেছেন গৃহকর্মী কাসিম।
কাসিমের সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়ে স্থানীয় থানায় ছুটে যান মীরা। থানায় তিনি অভিযোগ করেন তার গয়নার বাক্স থেকে হীরার দুটো সেট ( ৮ মিলিয়ন রুপি) এবং একটি হাতঘড়ি ( ২ মিলিয়ন রুপি) গায়েব। আর এ চুরির জন্য কাসিমকেই সন্দেহ করছেন অভিনেত্রী।
মীরার কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই হারানো গয়না খুঁজতে মাঠে নেমে পড়েছেন লাহোর পুলিশ। অভিযান চালাচ্ছেন কাসিমকে খুঁজে পাওয়ার।
প্রতি রাতে গরুর কাছে চিতাবাঘটি এসে থাকতো, একদিন রাতে যা ঘটলো
প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে পাকিস্তানের সিনেমায় অভিনয় করে পরিচিত মুখ হয়ে ওঠেন মীরা। পাকিস্তানের জনপ্রিয়তার রেশ ধরে বলিউডের ‘নজর’ সিনেমায় কাজ করেন মীরা। ৪৬ বছর বয়সী এ অভিনেত্রী পাকিস্তান, ভারতের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।