বিনোদন ডেস্ক : নব্বইয়ের দশকের চাহিদাসম্পন্ন নায়িকা মুনমুন। এখন আবারও মঞ্চে ফিরেছেন তিনি। তবে এ নিয়ে তার আক্ষেপ রয়েছে। পাশের দেশ ভারতের জনপ্রিয় শিল্পীরা যেখানে নিয়মিত স্টেজ শো করে দর্শক মাতান সেখানে বাংলাদেশে কেন বিষয়টি বাঁকা চোখে দেখা হয়- প্রশ্ন মুনমুনের।
সাম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতে মুনমুন বলেন, ‘একটানা কাজ। স্টেজ শো, সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত। ডাবিং শেষ করলাম ‘বউ জামাইয়ের লড়াই’। ঈদের পরই শুরু করবো ‘পুলিশ নাম্বার ওয়ান’। সিনেমার কাজ অনেক আগে থেকেই কমিয়ে দিয়েছি। একটানা কাজ করাতাম এক সময়। মঞ্চে কাজ করছি অনেক বছর। অনেকে আমাকে খাটো করার জন্য বলে- যাত্রাপালায় নাচি। আসলে যাত্রাপালার নাচ আমি কখনও করিনি।
আমি কাজ করেছি গ্রাম্য মেলাগুলোতে। এসব মেলায় আমাদের ডিমান্ড আছে। আমাদের দর্শক দেখতে চান। এটা আমার ক্যারিয়ারের পার্ট। একজন শিল্পী মঞ্চে কাজ করতে পারেন, নাটকেও কাজ করতে পারেন। আমাদের দেশে একপেশে চিন্তা ভাবনা- নায়ক-নায়িকা শুধু সিনেমায় কাজ করবে?’
তিনি বলেন, ‘মঞ্চে সারা বাংলাদেশে আমাকে চেনে। সিনেমার কাজ বেড়ে গেলেও এখন ষ্টেজ শো ছাড়বো না। মঞ্চে যে আনন্দ আমি পাই, যে স্বাধীনতা থাকে তা সিনেমায় সম্ভব নয়। পারিশ্রমিকও সিনেমার থেকে বেশি।’
প্রসঙ্গত, ১৯৯৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় এই নায়িকার। ক্যাপ্টেন এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ সিনেমায় প্রথম কাজ করেন। বর্তমান সময়ের দেশসেরা নায়ক শাকিব খানের প্রথম ব্যবসাসফল সিনেমার নায়িকাও ছিলেন মুনমুন। সিনেমাটির নাম ‘বিষে ভরা নাগীন’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।