বিনোদন ডেস্ক : বদলে গেছে শুভশ্রীর পুরো চেহারা। ৩২ বছর বয়সেই ত্বকে পড়েছে বয়সের ছাপ। কেন এমন হাল, নেপথ্যে থাকা কারণই বা কি, জানালেন শুভশ্রী নিজেই। সিনেমায় চরিত্রের প্রয়োজনে কত কিছুই না করতে হয় অভিনেত্রীদের। আর সেটাই করছে শুভশ্রী। কোমল, টানটান ত্বকের পরিবর্তে বেছে নিয়েছেন তিনি কুঁচকে যাওয়া ত্বক।
শুভশ্রীর নতুন ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল। এ সিরিজে নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। আর তাই ৩২ বছরের বদলে তিনি পর্দায় ধরা দিচ্ছেন ৭৫ বছরের একজন বৃদ্ধা বেশে।
তবে ইন্দুবালা হয়ে ওঠার পুরো ক্রেডিট নিজেকে দেননি তিনি। এ অসাধারণ লুকের ক্রেডিট পুরোটাই মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডুকে দিয়েছেন তিনি।
বাংলা বিনোদন জগতের একমাত্র প্রস্থেটিক মেকআপ আর্টিস্ট হলেন সোমনাথ কুন্ডু। তার এমন অভিনব মেকআপ এবারই কিন্তু প্রথম নয়। এর আগে প্রসেনজিৎকে নেতাজি সুভাষ চন্দ্র বসু , গার্গী রায়চৌধুরীকে মহাশ্বেতা দেবী বানিয়েছিলেন তিনিই।
ভিঞ্চি দা ছবির সেই দুর্দান্ত সব লুকও ছিল তারই করা। ইতিমধ্যেই এই সিরিজের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। একাধিক ছবিতে ধরা পড়েছে বয়স্ক ইন্দুবালাকে।
এদিকে শুভশ্রী ইনস্টাগ্রামে তার মেকআপ আর্টিস্টের সঙ্গে ইন্দুবালা হয়ে ওঠার একটি ভিডিও দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন। যা ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ৮ মার্চ, নারী দিবসের দিন হইচইতে মুক্তি পাবে এ সিরিজটি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।