বিনোদন ডেস্ক : শুধু অভিনয়েই নয়, গানেও চমৎকার বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। সুর, তাল, লয়ে পরিপূর্ণ এক গায়িকা তিনি। আর এবার নিজের এই গুণকে পেশার পর্যায়ে নিতে চলেছেন পরিণীতি। পুরোদমে গানেই মনোনিবেশ করতে চান তিনি। এ জন্য তৈরি করেছেন নিজের স্টুডিও।
এর আগে টিভি রিয়ালিটি শোতে বিচারকার্য করতে গিয়ে মঞ্চে গেয়েছিলেন ‘লাগ যা গালে’। তুমুল জনপ্রিয় গানটি পরিণীতি চোপড়ার কণ্ঠে শুনে তাঁর সহবিচারক করণ জোহররা রীতিমতো মুগ্ধতা প্রকাশ করেছিলেন। আরেকটি শোতে লতা মঙ্গেশকরের গাওয়া ‘উও যো হাসিনা’ ছবির গানটি পরিণীতির কণ্ঠে শুনে মিঠুন চক্রবর্তীও দাঁড়িয়ে বাহবা জানিয়েছিলেন ‘হাসি তো ফাঁসি’ অভিনেত্রীকে।
সেই গানের ভিডিও টিকটক, ফেসবুক রিলসে রীতিমতো ভাইরাল। নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে ‘লাগ যা গালে’র পরিণীতির ভার্সনটা বেশ প্রিয়। অবশ্য আরো ছয় বছর আগেই গানে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছিলেন অভিনেত্রী। ‘মেরে পেয়ারে বিন্দু’ ছবিতে অভিনয়ের পাশাপাশি গেয়েছিলেন ‘মানা কে হাম ইয়ার নেহি’।
ছোটবেলা থেকেই সংগীতের চর্চাটা চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী। প্লেব্যাক করলেও আগে বহুবার বলেছেন, স্রেফ শখেই গান করেন তিনি। তবে এবার পেশাদার গায়িকা হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেলেন পরিণীতি। এরই মধ্যে নিজের মতো করে বাড়িতে একটা স্টুডিও তৈরি করলেন। শুধু তাই নয়, শিগগিরই গানের অ্যালবাম প্রকাশ করার ঘোষণাও দিলেন।
স্টুডিওর একঝলক ইনস্টাগ্রামে প্রকাশ করে পরিণীতি লেখেন, ‘সংগীত আমার কাছে সব সময়ই আনন্দের। বিশ্বের অগণিত সংগীতশিল্পীকে মঞ্চে সরাসরি পারফর্ম করতে দেখেছি, এবার আমার পালা। এই জগতের অংশ হব আমিও। নিজেকে খুব ভাগ্যবতী, আশীর্বাদপুষ্ট মনে করছি। একই সঙ্গে চিন্তিতও, জীবনের নতুন এই অধ্যায় নিয়ে। সত্যি বলতে, সংগীতের পথে যাত্রা শুরুর এই সময়টা বর্ণনা করার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার সামনে একই সঙ্গে দুটি অঙ্গনে (অভিনয় ও গান) ক্যারিয়ার গড়ার সুযোগ। কী মজা!’
এমএক্স প্লেয়ারের সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ এটি, ভুলেও কারও সামনে দেখবেন না
একসঙ্গে অভিনয় ও গানের জগতে বিচরণের ক্ষেত্রে চাচাতো বোন প্রিয়াঙ্কা চোপড়া হতে পারেন তাঁর অনুপ্রেরণা। অভিনয়ে নাম কামিয়ে গানেও সুনাম অর্জন করেছেন পিসি। এবার বড় বোনের দেখানো পথেই হাঁটতে চলেছেন পরিণীতি। এ বছরই নিজের সিঙ্গল ও অ্যালবাম প্রকাশ করার কথাও বললেন ইনস্টাগ্রাম পোস্টে। করবেন স্টেজ শোও। আশা করছেন, ভক্তরা তাঁকে সাধুবাদই জানাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।