টলিউডের দুই পরিচিত মুখ জিতু কমল ও দিতিপ্রিয়া রায় জুটি বেঁধে কাজ করছেন ‘চিরদিনই তুমি যে আমার’ নামের ধারাবাহিকে। তবে এ ধারাবাহিকে তাদের একসঙ্গে কাজ করা অনিশ্চিত বলা যায়। কারণ তাদের মধ্যে চলছে ব্যক্তিগত দ্বন্দ্ব। আর এ দ্বন্দ্ব এতটাই চরমে পৌঁছেছে যে জিতুর নামে একাধিক জায়গায় অভিযোগ করেছেন দিতিপ্রিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, শুক্রবার (২১ নভেম্বর) ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেটে ফিরেছিলেন জিতু। এ কারণে তার ভক্তরা মনে করেছিলেন নায়িকার সঙ্গে তার দ্বন্দ্ব মিটে গেছে। এবার নির্বিঘ্নে চলছে সিরিয়ালের শুটিং। তবে রাত পোহাতেই শনিবার (২২ নভেম্বর) শোনা গেছে ভিন্ন তথ্য। জিতুর বিরুদ্ধে দিতিপ্রিয়া আর্টিস্ট ফোরামে অভিযোগ করেছেন, কথা বলেছেন মহিলা কমিশনের সঙ্গেও।
জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে জিতু ভক্তদের লাগাতার বিষেদগারে মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন দিতিপ্রিয়া। সে কারণে কাজে মন বসছে না তার। আর এ কারণেই তিনি আর্টিস্ট ফোরামে লিখিত অভিযোগ করেছেন। এ ছাড়া তিনি নাকি দিতিপ্রিয়া নিজেই ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ছেড়ে দিতে চাচ্ছেন।
সংবাদ প্রতিদিনকে মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় বলেন, “দিতিপ্রিয়া আমার সঙ্গে যোগাযোগ করে পরামর্শ চেয়েছিল মহিলা কমিশন কিছু করতে পারে কি না। আর মহিলা কমিশনে তো সব মহিলারাই যোগাযোগ করতে পারেন। আমি বলেছি, যদি তুই মনে করিস আর্টিস্ট ফোরামে অভিযোগ জানাবি, সেটা করতে পারিস। তবে এখনও পর্যন্ত কমিশনের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে আর্টিস্ট ফোরামে দিতিপ্রিয়া লিখিত অভিযোগ জানিয়েছে বলে জানি।”
ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করেছেন ঢাকার ১ কোটির বেশি মানুষ : ইউএসজিএস
অন্যদিকে আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়ের বলেন ‘মেইল মারফৎ দিতিপ্রিয়া সংগঠনের কাছে কিছু জানিয়েছে ঠিকই, তবে মেইল এখনও পড়া হয়নি আমার।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



