নায়কদের চেয়ে উচ্চতা অনেক বেশি এই অভিনেত্রীদের

লম্বা নায়িকারা

বিনোদন ডেস্ক : বলিউড বললেই সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো গ্ল্যামারের ছড়াছড়ি রঙিন মোড়কে ঢাকা একটা দুনিয়া। কিন্তু এই জগতটায় পা রাখা কি এতোটাই সহজ? বলিউডে নিজের নাম প্রতিষ্ঠিত করতে অভিনয়ের পাশাপাশি আরও অনেক কিছুর চাহিদা থাকে।

লম্বা নায়িকারা

আর অভিনেত্রীদের প্রসঙ্গে বললে, তাদের সৌন্দর্যের পাশাপাশি উচ্চতাটাও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বলিউডের এমনও কিছু অভিনেত্রী আছে যাদের উচ্চতা হার মানাবে যে কোনও অভিনেতাকেও।

দীপিকা পাডুকোন :
২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ ছবির হাত ধরে বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে নিজের ডেবিউ করেন।‌ বর্তমানে তাকে বলিউডের সেরা অভিনেত্রীদের তালিকায় রাখা হয়। নিজের অভিনয় পারদর্শিতার জোরে ইন্ডাস্ট্রিতে কোনো গড ফাদার না থাকা সত্বেও এই গ্ল্যামার জগতে নিজের আলাদা পরিচিতি তৈরি করে নিয়েছেন তিনি। শাহরুখ খান, আমির খান এবং সালমান খানের মতো শীর্ষ অভিনেতাদের থেকেও লম্বা এই অভিনেত্রীর উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।

সোনম কাপুর :
বলিউড স্টার অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর, যিনি সাওয়ারিয়া ছবি দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন। অভিনয় জগতে সেরকম সাফল্যের মুখ না দেখলেও নিজের ফ্যাশন সেন্সের সৌজন্যে সর্বদা খবরের শিরোনামে দেখা যায় তাকে। সোনমের উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি।

ক্যাটরিনা কাইফ :
এই মুহূর্তে ক্যাটরিনাকে বলিউডের অন্যতম শীর্ষস্থানীয়া অভিনেত্রী হিসেবে গণ্য করা হয়। জীবনের একটা দীর্ঘ সময় ধরে বলিউডে কাজ করছেন তিনি। উল্লেখ্য ক্যাটরিনা বি টাউনের এমন এক অভিনেত্রী যে তিন খান সহ আরও অনেক শীর্ষস্থানীয় অভিনেতার সঙ্গে পর্দায় জুটি বেঁধেছেন। ৫ ফুট ৬ ইঞ্চির এই সুন্দরী অভিনেত্রী বর্তমানে ‘উরি’ খ্যাত ভিকি কৌশলের সঙ্গে গাঁটছড়া বেঁধে সুখে সংসার করছেন।

সুস্মিতা সেন :
প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। অভিনয় জগতে পা রাখার পর অনেক দূর্দান্ত ছবিতে কাজ করেছেন তিনি। তবে তবে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজেকে খুব বেশিদিন ধরে রাখতে পারেননি সুস্মিতা। বর্তমানে ইন্ডাস্ট্রি থেকে বেশ খানিকটা দূরত্ব তৈরি করলেও নিজের ফ্যাশন সেন্স দিয়ে এখনও সোশ্যাল মিডিয়ায় রাজ করেন তিনি। জানিয়ে রাখি সুস্মিতার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি।

শিল্পা শেঠি :
অভিনয়ের পাশাপাশি তাকে মানুষ ফিটনেস ফ্রিক হিসেবেও চেনে। শিল্পা নিজের নাচ এবং অভিনয় দক্ষতা দিয়ে বারংবার মুগ্ধ করেছে দর্শকদের। উচ্চতার কথা বললে তিনিও বাকিদের চেয়ে কিছু কম রান না। ৫ ফুট ৬ ইঞ্চির এই অভিনেত্রী সম্প্রতি তার একটি মিউজিক অ্যালবামের প্রচারে ব্যস্ত রয়েছেন।

ঘুম না হলে মস্তিষ্ক ‌নিজের কোষই খেয়ে ফেলে

অনুশকা শর্মা :
রব নে বানা দি জোড়ি’ দিয়ে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেন অনুশকা শর্মা। এই অভিনেত্রী এযাবৎ বহু সুপারহিট ছবিতে কাজ করেছেন। প্ররসঙ্গত মিষ্টি চেহারার অধিকারী অনুশকা শর্মার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।