বিনোদন ডেস্ক : প্রভু দেবার প্রেমিকা হিসেবে তাকে নিয়ে গণমাধ্যমে বেশ চর্চা হয়েছে। প্রভু দেবার ঘর ভাঙার মূল ভিলেন ছিল নয়নতারা। এভাবেও অনেকে তাকে বিশ্লেষণ করে। এসব ঘটনার দীর্ঘদিন পর দক্ষিণী অভিনেত্রী নয়নতারা বছর দুয়েক আগে বেশ ঘটা করেই সাত পাকে বাঁধা পড়েছিলেন দীর্ঘ দিনের প্রেমিক বিঘ্নেশ শিবনের সঙ্গে।
নয়নতারা আর বিঘ্নেশের দাম্পত্য সম্পর্ক ঠিকঠাকই চলছিল। বিয়ের কয়েক মাস পরেই সারোগেসির মাধ্যমে যমজ পুত্রের অভিভাবক হন তারা। একই বছরে এত কিছুর জন্য স্বামীকে বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন দক্ষিণের ‘লেডি সুপারস্টার’। প্রেম দিবসের দিনও স্বামীর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দেখা যায় নয়নতারার মাঝে।
কিন্তু তার দিন কয়েকের মধ্যে দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন নয়নতারা। ইনস্টাগ্রামে স্বামীকে ‘আনফলো’ করেছেন। তবে এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অবশ্য আবার বিঘ্নেশকে ইনস্টাগ্রামে ‘ফলো’ করতে শুরু করেন। কিন্তু কিছুক্ষণ পর ইনস্টাগ্রাম স্টোরিতে নয়নতারা লেখেন, ‘সে চলে গেল সারাজীবনের মতো। ও বলল আর আমি অশ্রুভেজা চোখে মেনে নিলাম।’
এর পরেই নয়নতারার অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আশঙ্কা ছিল, নয়নতারা সত্যিই পোস্ট করেছেন, নাকি কোনো যান্ত্রিক ত্রুটি হলো। জল্পনা ছিলই। সেই জল্পনাকে উস্কে দিয়ে ইনস্টাগ্রামে নতুন একটি পোস্ট করলেন নয়নতারা। পরবর্তী সময়ে একটি ইভেন্টে সাংবাদিকরা নয়নতারাকে পেলে এই প্রসঙ্গে জানতে চাইলে মুখে কুলুপ এঁটে থাকেন নয়নতারা।
‘কাহো না প্যায়ার হ্যায়’ সিনেমা ছাড়েননি কারিনা, বের করে দেয়া হয় তাকে
একাধিক সম্পর্কের গুঞ্জনের পর ২০২২ সালে পরিচালক বিঘ্নেশকে বিয়ে করেন নয়নতারা। স্বামী, যমজ ছেলেদের নিয়ে সুখেই সংসার করছিলেন তিনি। গত বছর বলিউডে হাতেখড়ি হয়। শাহরুখ খানের বিপরীতে ‘জওয়ান’-এ প্রশংসিত হয়েছে তার অভিনয়। গত বছরটা ইতিবাচক ঘটনা দিয়েই শুরু করেছিলেন। কিন্তু নতুন বছরে হঠাত্-ই ছন্দপতন। তবুও নয়নতারার ভক্তকুলরা এই সংসারটা টিকে থাকুক, এভাবেই যেন প্রার্থনায় রেখেছেন তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।