আন্তর্জাতিক ডেস্ক : গতমাসে অস্ট্রেলিয়ার সিডনিতে এ-লিগ ডার্বি চলাকালে এক দর্শক নাৎসি স্যালুট দিয়েছিলেন। ঘটনায় তাকে দুই বছর মাঠে বসে খেলা দেখার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। শুধু নিষেধাজ্ঞা দিয়েই থামা হয়নি, তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে ব্যবস্থা নেয়ার কথাও ভাবা হচ্ছে।
ফুটবল অস্ট্রেলিয়া বলছে, সম্প্রচার ক্যামেরায় ধরা পড়া ঘটনার তদন্ত শেষ হয়েছে। ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তিনি ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের কড়া সমর্থক দল রেড এন্ড ব্লকের সদস্য। গত ১৩ এপ্রিল তিনি ঘটনাটি ঘটান।
ফুটবল অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ‘অস্ট্রেলিয়ায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে, আমরা যেকোনো ধরনের বর্ণবাদী এবং অসামাজিক আচরণের বিরুদ্ধে দৃঢ় অবস্থান রাখি। তার ব্যক্তিগত ওই কর্মকাণ্ড শুধু এ-লিগে সমর্থকদের প্রবেশের শর্তই ভঙ্গ করেনি, ফুটবল অস্ট্রেলিয়া যে সম্মান এবং মূল্যবোধের উপর দাঁড়িয়ে আছে, তার মৌলিকভাবে বিরোধী।’
‘আমরা সবাইকে এ নিশ্চয়তা দিতে চাই যে, ফুটবল এমন একটি খেলা যা সম্প্রদায়কে একত্রিত করে এবং সবার জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করে।’
মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির বাংলাদেশি মাস্টার মাইন্ড অপু আটক
নিষেধাজ্ঞা সেই ব্যক্তির ক্ষেত্রে সকল ধরনের ফুটবল কার্যক্রমে অংশগ্রহণের উপর বজায় থাকবে। যেখানে সকারুজ, এ-লিগ, অস্ট্রেলিয়ান কাপ, ন্যাশনাল প্রিমিয়ার লিগ, কোথায় মাঠে ঢুকতে পারবে না। নিউসাউথ ওয়েলস পুলিশ বলছে, ঘটনায় তাদের তদন্ত চলছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।