বিনোদন ডেস্ক : লাক্স তারকা নাজিফা তুষি। ২০১৪ সালে এই সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ নির্বাচিত হন। এরপর নাম লেখান বিজ্ঞাপন, মিউজিক ভিডিওতে। টিভি অনুষ্ঠান সঞ্চালনা করলেও টিভি নাটকে অভিনয় করেননি। বরং সিনেমাকে মূল ফোকাস করে কাজ শুরু করেন।
২০১৬ সালে রেদওয়ান রনি নির্মাণ করেন ‘আইসক্রিম’ সিনেমা। এতে অভিনয় করেন তুষি। এটি তার অভিষেক চলচ্চিত্র। এরপর দীর্ঘ বিরতি নিয়ে ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’-তে অভিনয় করেন। এ দুটো ফিল্ম মুক্তির পর বেশ প্রশংসা কুড়ান তুষি।
২০২২ সালে মুক্তি পায় মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’ সিনেমা। এতে গুলতি চরিত্র রূপায়ন করেন তুষি। এটি মুক্তির পর তুষির পারফরম্যান্স দারুণভাবে দর্শকদের নজরকাড়ে।
‘হাওয়া’ সিনেমা মুক্তির প্রায় এক বছর পর ব্যক্তিগত কারণে তুমুলভাবে সমালোচিত হন তুষি। মূলত, শরীফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ক্লিপস ফাঁস হয়। এ নিয়ে সমালোচিত হন এই অভিনেত্রী।
‘হাওয়া’ সিনেমা মুক্তির পর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তুষিকে। তা হলে তুষি কি কোনো কাজ করছেন না? এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি কাজের মধ্যেই আছি। যা নিয়ে ব্যস্ত আছি, তার সবই আসন্ন কাজ। এসব কাজের বিষয়ে কথা বলা নিষেধ। কারণ কাজগুলো সম্পর্কে আমার কথা বলার অনুমতি নেই। তাই নতুন কাজ নিয়ে আমি কোনো সাক্ষাৎকারও দিচ্ছি না।’
নতুন কী কাজ নিয়ে ব্যস্ত তুষি? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি এখন শুধু এটুকু বলতে চাই, নতুন কাজ করছি। আমি কোথাও বলিনি আমি আসলে কী কাজ করছি। সেগুলো সিনেমাও হতে পারে, ওয়েব সিরিজও হতে পারে। এ বিষয়ে বিস্তারিত বলার সময় এখনো আসেনি।’
তুষিকে কেন বড় পর্দায় নিয়মিত দেখা যায় না— জবাবে এ অভিনেত্রী বলেন, ‘কারণ ভালো কাজের গল্প তৈরি হতে অনেক সময় লাগে। এরপর শুটিং, এডিটিং মিলিয়ে বছর পার হয়ে যায়। তাই কাজ কম হোক, কিন্তু ভালো হোক। এজন্যই নিয়মিত দেখা যায় না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।