মাস পাঁচেক আগে এক অনুষ্ঠানে চিত্রনায়ক অনন্ত জলিলের মুখে কেক তুলে দেওয়ায় আলোচনায় আসেন নাজমি জান্নাত নামের এক তরুণী, যিনি পেশায় একজন মডেল। উপস্থাপনা ও ফ্যাশন ডিজাইনার হিসাবেও নজর কাড়েছেন তিনি। এরপর থেকে তার ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নাজমি জানালেন, শীতে বিয়ে করার বিশেষ ইচ্ছা তার, কারণ শীতে মেকআপ গলে না, গরম লাগে না এবং সাজসজ্জায় এক ধরনের আলাদা আমেজ থাকে।
তিনি স্পষ্ট করে বললেন, আমি শুধু বিয়ে করে যাব, সংসার করব না।
নিজের পছন্দের পাত্র নিয়ে নাজমি বলেন, আমার একজন ভালো ছেলের প্রয়োজন। সেটা দেশের হোক বা দেশের বাইরের, এমনকি পৃথিবীর বাইরের এলিয়েনই হোক তাতেও কোনো সমস্যা নেই। পাইলট ও মেরিন ইঞ্জিনিয়ারদের তিনি বেশি পছন্দ করেন, কারণ তাদের ভদ্রতা ও মার্জিত ব্যক্তিত্ব তাকে আকৃষ্ট করে।
টাইমপাস প্রেম নিয়ে তার অবস্থানও অনন্য। নাজমি বিশ্বাস করেন ‘৯০ দশকের প্রেমে’, যেখানে প্রেম মানেই বিয়ের পথে সরাসরি যাওয়া। প্রেম-বিদায় ধাঁচের সম্পর্ক তার কাছে গ্রহণযোগ্য নয়। ভদ্রতা, সম্মান আর মার্জিত আচরণ নাজমির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছোট ছোট মনোযোগ যেমন করে ডাকা বা দরজা খোলার মতো বিষয়গুলো তার কাছে বড় হয়ে ওঠে।
মডেলিয়ের পাশাপাশি নাজমি একজন সফল ফ্যাশন ডিজাইনার। তিনি চলচ্চিত্রের কস্টিউম ডিজাইনার হিসেবেও কাজ করেছেন, এর মধ্যে জনপ্রিয় ‘ঢাকা অ্যাটাক’ অন্যতম।
নাজমির জীবন, স্বপ্ন আর তার ফ্যাশনের এক ছোঁয়া এখনো অনেকের মন ছুঁয়ে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।