সুয়েব রানা : সিলেটে ক্রমবর্ধমান যানজট নিরসনে টেকসই সমাধান উপস্থাপন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার ৪ অক্টোবর দুপুরে নগরীর আম্বরখানার একটি অভিজাত হোটেলের ব্যাংকুয়েট হলে সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক এই প্রস্তাবনা উত্থাপন করেন।
তিনি বলেন, সিলেটের যানজট শুধু একটি নগর সমস্যার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি নাগরিক জীবন, অর্থনীতি ও পরিবেশের জন্য এক বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। অংশগ্রহণমূলক নীতি, গবেষণাভিত্তিক তথ্য ও সুস্পষ্ট পরিকল্পনার মাধ্যমেই এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব।
এনসিপির উপস্থাপিত ২৭ দফা প্রস্তাবনায় গুরুত্ব পেয়েছে গবেষণাভিত্তিক নীতি প্রণয়ন ও তথ্য প্রকাশ, যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন, ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা, প্রশিক্ষিত চালক নিয়োগ ও নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন, গ্যারেজের তালিকা প্রণয়ন, নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ড ও চার্জিং স্টেশন স্থাপন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, রেকার ফি বৈষম্য দূরীকরণ এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা।
এছাড়া প্রস্তাবনায় রয়েছে সড়ক প্রশস্তকরণ ও অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান স্থানান্তর, উচ্চ ভবন নির্মাণে সীমাবদ্ধতা আরোপ, হাসান মার্কেট সংস্কার, হকার ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল ট্রাফিক সিস্টেম চালু, নতুন টার্মিনাল নির্মাণ, মাজার এলাকা ব্যবস্থাপনা, যানবাহনের জন্য আলাদা লেন চালু, নির্দিষ্ট রাস্তায় যানবাহনের সীমা নির্ধারণ, অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালক সনাক্তকরণ, ট্রাফিক শিক্ষা কর্মসূচি এবং পরিবহন শ্রমিকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে বক্তারা আশা প্রকাশ করেন, সিলেটের নাগরিক সমাজ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে এই প্রস্তাবনা বিবেচনায় নিলে একটি কার্যকর ও বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি হবে। এর ফলে শুধু যানজট কমবেই না, নগরের সার্বিক জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য ও পরিবেশেও ইতিবাচক পরিবর্তন আসবে।
প্রস্তাবনাগুলোকে সিলেটের টেকসই নগর উন্নয়নের ভিত্তি হিসেবে আখ্যায়িত করে তারা বলেন, প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমাজ ও নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কাঙ্ক্ষিত সমাধান সম্ভব নয়।
সত্যিকারের শিক্ষা থাকলে হত্যার হুমকি দিত না ছাত্রলীগ নেতা : রিজভী
সংবাদ সম্মেলনের সমাপনী বক্তব্যে বলা হয়, আজকের প্রস্তাবনা হয়তো চূড়ান্ত সমাধান নয়, তবে এটি একটি নতুন দিগন্ত উন্মোচনের সূচনা। এখন প্রয়োজন সবাইকে একসাথে কাজ করা। সিলেটবাসীর সম্মিলিত প্রয়াসেই যানজটমুক্ত, সুন্দর ও বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।