Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home এনসিপি শাপলা প্রতীকের বিষয়ে অনঢ় : সারজিস
    রাজনৈতিক ডেস্ক
    রাজনীতি

    এনসিপি শাপলা প্রতীকের বিষয়ে অনঢ় : সারজিস

    রাজনৈতিক ডেস্কShamim RezaOctober 19, 20253 Mins Read
    Advertisement

    এনসিপি শাপলা প্রতীকের বিষয়ে অনঢ় অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

    sarjis

    রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর তিলোত্তমা হোটেলে এনসিপির রংপুর জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    সারজিস আলম বলেন, ‌‌‘কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও যদি ইসি তাদের স্বৈরাচারী আচরণ প্রদর্শন করে, স্বেচ্ছাচারিতা করে, কোনো প্রভাবে প্রভাবিত হয়, এনসিপির যৌক্তিক চাওয়াকে যদি মূল্যায়ন না করে, তাহলে আমরা রাজনৈতিকভাবে রাজপথে এটির মোকাবিলা করবো।’

    এনসিপির প্রতিনিধি দল আজ নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছে জানিয়ে তিনি বলেন, ‘তারা লিখিতভাবে কথাগুলো জানিয়ে এসেছেন। আইনজীবীরা বলেছেন, শাপলা প্রতীক দিতে আইনগত বাধা নেই। আমরা স্পষ্ট করে বলতে চাই, এনসিপি শাপলা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশ নেবে।’

    দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ‘পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ’ বলে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘দেশের স্থিতিশীলতা, অর্থনীতির সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ এমন জায়গায় প্রতিদিন সিরিজ আকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আমি মনে করি ফ্যাসিস্টদের তোষামোদকারী দোসরদের অন্তর্বর্তী সরকার খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে পারেনি। তাই তারা অডিও-ভিডিও কলে যুক্ত হয়ে নির্দেশনা পেয়ে এই কাজ করছেন। এখানে গুরুত্ব সহকারে তদন্ত হওয়া উচিত।’

    অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সুশীল ও দয়াপ্রবণ মনোভাব থেকে বের হয়ে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের সুশীল ও দয়াপ্রবণ মনোভাব থেকে বেরিয়ে এসে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। গতকাল বিমানবন্দরে ঘটনা হাজার হাজার পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছে। একজনের প্রতি সুশীলতা প্রকাশ করতে গিয়ে হাজার পরিবারের সঙ্গে অন্যায় করতে পারি না। সরকারকে একটু শক্ত ও দৃঢ়ভাবে ব্যবস্থা নিতে দেখতে চাই। তাহলে নির্বাচনকালীন তাদের প্রতি রাজনৈতিক দল ও জনগণের আস্থা তৈরি হবে।’

    জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘দেশের মানুষ যে যে দলই করুক, তারা জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়ন চান। যারা জুলাই সনদে সই করেছেন, সেসব রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখন বলছেন, এই দায়সারা সইয়ের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি-না। আমরা স্পষ্ট করে বলছি, বিএনপি তাদের জায়গা থেকে ৬-৭টি জায়গায় নোট অব ডিসেন্ট দিয়েছে, বিএনপির সঙ্গে কোনো বিরোধিতা নেই। আমাদের জিজ্ঞাসা ঐকমত্য কমিশন ও অন্তর্বর্তী সরকারের কাছে, গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন হলে নোট অব ডিসেন্টগুলো যারা ক্ষমতায় আসবেনর, সব কিছু ভুলে গিয়ে জুলাই সনদের প্রত্যেক সংস্কার বাস্তবায়ন করতে তারা বাধ্য থাকবেন কি-না।’

    জুলাইয়ের শহীদ পরিবারগুলোর বিষয়ে তিনি বলেন, ‘তাদের এখন দুর্দশা। সেই জায়গায় অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কিংবা মন্ত্রণালয় থেকে তাদের সম্মানী দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটি এখন পর্যন্ত বাস্তবায়ন দেখতে পারছি না। সরকার নির্বাচন দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তাতে সমস্যা নেই। কিন্তু আপনাদের জায়গা থেকে জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিত না করে, খুনি হাসিনাসহ গণহত্যার বিচার, মোদীর বিরুদ্ধে আন্দোলন, শাপলা চত্বর আন্দোলন, বিডিআর বিদ্রোহের বিচার না করে, শহীদ পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত না করে সরকার যদি দায়সারা নির্বাচন দিতে যায়, তাহলে সরকারকে সবার আগে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মুখোমুখি হতে হবে।’

    সারজিস আলম বলেন, ‘ছাত্র-জনতা শেখ হাসিনার পতন ঘটিয়েছে। সরকারকে অনুরোধ করবো, আপনাদের জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো ডিল করে পাশাপাশি নির্বাচনের আলোচনা করুন। সবকিছু ভুলে গিয়ে শুধু নির্বাচনের কথা বললে দেশের মানুষের কাছে আপনাদের আস্থা ও ইমেজের চরম সংকট তৈরি হবে।’

    সাংগঠনিক বিষয়ে তিনি বলেন, ‘আমরা জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আহ্বায়ক কমিটি করতে চাই। আগামী নভেম্বর মাসে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে ওয়ার্ড পর্যায়ে আহ্বায়ক কমিটি গঠন করতে পারবো। এতে করে পার্টি শক্তিশালী হবে।’

    নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত

    এসময় এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী আসাদুল্লাহ গালিব, মহানগরের প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা, এনসিপি নেতা আলমগীর নয়ন, আলমগীর হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অনঢ় এনসিপি প্রতীকের বিষয়ে, রাজনীতি শাপলা, সারজিস সারজিস আলম
    Related Posts
    Jamyat

    নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত

    October 19, 2025
    বিএনপি

    দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেয়েছে বিএনপি

    October 19, 2025
    Mirza

    শিক্ষকদের সঙ্গে বৈঠকে যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    October 19, 2025
    সর্বশেষ খবর
    Jamyat

    নাহিদের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বলল জামায়াত

    বিএনপি

    দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেয়েছে বিএনপি

    Mirza

    শিক্ষকদের সঙ্গে বৈঠকে যে আশ্বাস দিলেন মির্জা ফখরুল

    Nahid Islam

    জামায়াতের পিআর পদ্ধতির আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা : নাহিদ

    বুলেটপ্রুফ গাড়ি

    দুটি বুলেটপ্রুফ গাড়ি কেনার অনুমতি পেয়েছে বিএনপি

    রিজভী

    বেগম জিয়ার নিরাপত্তা নিশ্চিতে বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে : রিজভী

    এমপিও জাতীয়করণ আশ্বাস বিএনপি

    বিএনপির সঙ্গে বৈঠকে সন্তুষ্টি, যা বললেন শিক্ষক নেতা

    হাসনাত আবদুল্লাহ

    শাপলা ছাড়া কোনো অপশন নেই: হাসনাত আবদুল্লাহ

    হাসনাত ও জারা

    শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার পরামর্শ হাসনাত ও জারার

    Sarjis

    আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখি না : সারজিস

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.