বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গোলামির বদলে ‘আজাদির জোট’ বেছে নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাংলাদেশকে সব ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে মুক্ত করতে ১১ দলীয় জোটের এই লড়াই অব্যাহত থাকবে। সোমবার (৫ই জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘আজাদী পদযাত্রা’ শুরুর আগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা-৮ আসনে জোট মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

সকাল পৌনে ৮টায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তাদের সামনে দুটি পথ খোলা ছিল একটি গোলামির জোট, অন্যটি আজাদির জোট। যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে এবং জনগণের ওপর অন্যায় করেছে, তারা যখন বিভিন্ন দপ্তরে গিয়ে আপস করছে, তখন এনসিপি পরাধীনতার বদলে মুক্তির পথকেই বেছে নিয়েছে। তিনি শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং তার শুরু করা আজাদির লড়াই সম্পন্ন করাকে নিজেদের প্রধান কর্তব্য বলে উল্লেখ করেন। ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে তার আকাঙ্ক্ষা ধারণ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে নতুন করে এই যাত্রা শুরু করা হয়েছে।
ঢাকা-৮ আসনের আওতাধীন রমনা, শাহবাগ, মতিঝিল ও শাহজাহানপুর এলাকায় কোনো প্রকার চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম বা দখলদারিত্বের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এই নেতা। নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, আগামী ২১শে জানুয়ারির আগে আজাদী যাত্রায় কোনো প্রতীক প্রদর্শন বা ভোট চাওয়া হবে না। আচরণবিধি মেনেই নির্ধারিত সময়ে প্রচারণা চালানো হবে।
প্রশাসনকে দলীয় দাসত্ব থেকে বেরিয়ে জনগণের পক্ষে থাকার আহ্বান জানিয়ে তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় গণতান্ত্রিক সংগ্রাম আরও জোরদার করার হুঁশিয়ারিও দেন তিনি। সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


