দীর্ঘদিন ধরে চলমান এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করে তাদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (শিক্ষা ও গবেষণা) ফয়সাল মাহমুদ শান্ত এই আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে শিক্ষকদের ন্যায্য দাবি মীমাংসায় সিদ্ধান্তহীনতা দেখিয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সরকারের অবহেলার কারণে শিক্ষকরা বাধ্য হয়ে বারবার ক্লাসরুম ছেড়ে রাস্তায় নামছেন, যা শিক্ষাব্যবস্থার জন্য অত্যন্ত অকল্যাণকর। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নিয়মতান্ত্রিকভাবে দাবি উত্থাপন করা নাগরিকদের অধিকার, এবং সরকারকেও সেই দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।
এনসিপি নেতারা বলেন, সরকার শুধু সময়ক্ষেপণ করেছে; বরং শিক্ষকরা আন্দোলনে নামলে পুলিশি দমন-পীড়ন চালিয়েছে। এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, অবিলম্বে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে শিক্ষাব্যবস্থাকে অব্যবস্থাপনার দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ছিল, শিক্ষা সংস্কার কমিশন গঠন করে শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে সাজানো হবে, কিন্তু সেই উদ্যোগ দেখা যায়নি।
এনসিপি জানায়, তারা শিক্ষাব্যবস্থা সংস্কার ও শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন বাংলাদেশের ইশতেহারে শিক্ষাকে নতুনভাবে সাজানোর পাশাপাশি শিক্ষকদের জন্য স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ বেতন কাঠামো গঠনের অঙ্গীকার করেছেন। আগামীর বাংলাদেশে শিক্ষকদের সম্মান ও অধিকার নিশ্চিতে এনসিপি কাজ করে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।