মোঃ সোহাগ হাওলাদার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯(সাভার-আশুলিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেজুতি হোসাইন। তিনি জাতীয় যুবশক্তি এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা জেলা উত্তরের আহবায়ক।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এ সময় সেজুতি হোসাইন বলেন, ঢাকা–১৯ আসনের জনগণ বহু প্রতিশ্রুতি পেলেও বাস্তবায়নের অভাব ছিল। আমি এ আসনের মানুষের সঙ্গে থেকে তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করতে চাই। স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগোতে চাই।
তিনি জানান যে শিক্ষা, স্বাস্থ্য, নারীর নিরাপত্তা, যুব কর্মসংস্থান, ট্রাফিক ও অবকাঠামো উন্নয়নকে প্রাধান্য দিয়ে একটি টেকসই কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে।
এর আগে এক সংবাদ সম্মেলনে এনসিপির মনোনয়নপত্র বিতরণের প্রক্রিয়ার উদ্বোধন করেন দলের মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরুদ্দীন পাটোয়ারী। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে মুক্তিযোদ্ধা এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য মনোনয়নপত্রের দাম রাখা হয়েছে দুই হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



