শাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমন ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ইসি সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। সারোয়ার তুষার বলেন, ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। শাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে। এ নিয়ে নির্বাচনে কোনো জটিলতা তৈরি হলে তার দায় সম্পূর্ণভাবে কমিশনকেই নিতে হবে।
তিনি আরও বলেন, ইসির এই সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। ইচ্ছা করলেই কমিশন শাপলা প্রতীক তালিকাভুক্ত করতে পারে।
অন্যদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘এনসিপি শাপলা পাবে।’
এর আগে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, বর্তমান নির্বাচনী বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় এনসিপিকে তা দেওয়ার সুযোগ নেই।
প্রসঙ্গত, শাপলা প্রতীক পেতে শুরু থেকেই অনড় অবস্থানে রয়েছে এনসিপি। এ বিষয়ে তারা ইসির সঙ্গে একাধিক বৈঠক করেছে ও চিঠি দিয়েছে। এনসিপি নেতারা জানিয়েছেন, প্রয়োজনে তারা এই প্রতীকের দাবিতে রাজপথে আন্দোলন করবেন এবং নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তও পুনর্বিবেচনা করবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।